আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ এপ্রিল ২০১৫, সোমবার |

kidarkar

সোমালিয়ায় কেনিয়ার বিমান হামলা

_82143358_03a6eb90-ea36-43ae-9222-5677dcfce209শেয়ারবাজার ডেস্ক: সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠি আল-শাবাবের ঘাটিতে হামলা চালিয়েছে প্রতিবেশী কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী। কেনিয়ার উর্ধতন এক সেনা কর্মকর্তা হামলার বিষয়টি সাবীকার করেছেন। খবর:বিবিসি।

উর্ধতন এ সেনা কর্মকর্তা বলেন, আল-শাবাবের দুটি ঘাটিকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়। এদিকে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা আল-শাবাবের বিরুদ্ধে সর্বাধিক বল প্রয়োগের ঘোষণা দিয়েছেন।

গত সপ্তাহে কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে আল-শাবাবের মর্মান্তিক হামলায় ১৪৮ জন নিহত হবার পর কেনিয়ার এটিই প্রথম সামরিক পদক্ষেপ। কেনিয়া সেনাবাহিনীর মুখপাত্র ডেভিড অবনয়ু আগের রাতে আল-শাবাবের ঘাটিগুলোতে বিমান হামলার কথা বললেও এ ব্যাপারে বিস্থারিত কিছু জানাননি।

 

শেয়ারবাজার/ও

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.