আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জানুয়ারী ২০১৫, বুধবার |

kidarkar

পশ্চিমবঙ্গ দখলে নেবে বাংলাদেশ!

jaazশেয়ারবাজার রিপোর্ট: ২০১৭ সালে ভারতের পশ্চিমবঙ্গ দখলে নেবে বাংলাদেশের চলচ্চিত্রের বাজার- এমনটাই আশা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের। সেই সঙ্গে এ বছর এ প্রতিষ্ঠান থেকে যৌথ প্রযোজনায় ছয়টি ছবি নির্মাণ করবেন তারা।

যৌথ প্রযোজনার চলচ্চিত্রের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গত বছরের বিভিন্ন সময়েই চলচ্চিত্রাঙ্গন ছিল সরগরম। বাংলাদেশের চলচ্চিত্রের বাজার দখল করবে কলকাতার চলচ্চিত্র এমন আলোচনাই ছিল সর্বত্র।

কিন্তু জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ মনে করছেন কলকাতার চলচ্চিত্রের বাজার ধরার জন্যই যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ করা প্রয়োজন। আর সেই উদ্দেশ্যেই একাধিক যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এসব ছবি নির্মাণের জন্য জাজ মাল্টিমিডিয়া জাজ কলকাতা নামে একটি শাখা খুলবে কলকাতায়। এখন দেখার অপেক্ষা তাদের এই পরিকল্পনা কতটুকু ফলপ্রসু হয়।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.