আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ জানুয়ারী ২০১৭, বুধবার |

kidarkar

সূচকের টানে মিউচ্যুয়াল ফান্ডেও প্রাণের সঞ্চার

Mutualfunds_মিউচ্যুয়াল ফান্ডশেয়ারবাজার রিপোর্ট: বছর শুরুর আগে থেকে সূচকের যে উর্ধ্বগতি শুরু হয়েছিল তার সাথে তাল মিলিয়ে বাড়ছে দীর্ঘদিন যাবৎ ঝিমিয়ে থাকা মিউচ্যুয়াল ফান্ড গুলোর শেয়ার দর। বাজার সংশ্লিষ্টদের মতে, বাজারের সাথে তাল মিলিয়ে এই ফান্ডগুলোর দরেও হাওয়া লেগেছে। বর্তমান বাজারের ইতিবাচক আচরণে আবারো নতুন প্রত্যাশায় জেগে উঠছেন বিনিয়োগকারীরা। সরগরম হতে শুরু করেছে সিকিউরিটিজ হাউজগুলো। এভাবে বাজারে গতিশীলতা বজায় থাকলে পুন: বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা পূর্বের ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে পারবেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

আনোয়ার সিকিউরিটিজে লেনদেন করা তুষার শুভ্র নামে একজন বিনিয়োগকারী শেয়ারবাজারনিউজ ডটকমকে বলেন, এ খাতে বিনিয়োগ করে দীর্ঘ দিন ধরেই লোকসান গুনছি। তাই লাভ-লোকসানের হিসাব না গুনেই অনেকটাই বাজার বিমুখ হয়ে পড়েছিলাম। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা তথা সরকারের সব মহলের আন্তরিক প্রচেষ্টায় পুঁজিবাজার এখন অনেকটাই স্থিতিশীল। তাই এখন আবারো আশায় বুক বেঁধে কিছু ‍ুকছু করে বিনিয়োগ শুরু করেছি। তবে দীর্ঘসময় পর মিউচ্যুয়াল ফান্ড খাত কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এভাবে আরো কয়েক কার্যদিবস বাড়লে হয়তোবা অনেটাই লোকসান কাটিয়ে ওঠতে পারবো বলে আশা করছি।

জানা যায়, চতুর্থ কার্যদিবসে (বুধবার, ১১ নভেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৪টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ইউনিটদর বেড়েছে ৩১টির, কমেছে ২টির এবং অপরিবর্তীত রয়েছে ১টি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর।

এসব ফান্ডের মধ্যে, ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ০.৩০ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.২০ টাকা, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.৪০ টাকা, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.৪০ টাকা, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.৪০ টাকা, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.৪০ টাকা, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ০.২০ টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.১০ টাকা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের দর বেড়েছে ০.৬০ টাকা।

গ্রামীণ ওয়ান স্কিম টু’র দর বেড়েছ ০.২০ টাকা, গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ০.৪০ টাকা, আইসিবি ফার্স্ট এনআরবি’র ০.৬০ টাকা, আইসিবি সেকেন্ড এনআরবি’র ০.২০ টাকা, আইসিবি থার্ড এনআরবি’র ০.৫০ টাকা, আইসিবি এএমসিএল সেকেন্ডের ০.২০ টাকা, আইসিবি এমপ্লয়ার্স মিউচ্যুয়াল ফান্ডের ০.৩০ টাকা, আইসিবি সোনালী ওয়ানের ০.২০ টাকা, আইএফআইসি ফার্স্টের ০.৫০ টাকা, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ০.৩০ টাকা, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ০.৪০ টাকা, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ০.২০ টাকা।

এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের দর বেড়েছে ০.৩০ টাকা, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.৩০ টাকা, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.৬০ টাকা, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.৪০ টাকা, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.৪০ টাকা, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএলের ০.২০ টাকা, এসইবিএল ফার্স্টের ০.৩০ টাকা, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ০.৩০ টাকা, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্সের ০.৩০ টাকা এবং ভ্যানগার্ড এএমএল রুপালী ব্যাংকের দর বেড়েছে ০.২০ টাকা।

এছাড়া রিলায়েন্স ওয়ানের দর কমেছে ০.৪০ টাকা, এসইএমএল লেকচারের কমেছে ০.১০ টাকা এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটদর রয়েছে অপরিবর্তীত।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.