আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ জানুয়ারী ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

সময়ের সেরা তারকার সাক্ষাৎকার!

শেয়ারবাজার ডেস্ক: সময়টি যখন আমের মৌসুমের। আমেরও তখন দারুণ কদর। সময়ের অন্যতম সেরা তারকা বলা যায় আমকে! সেই তারকার সাক্ষাৎকার :

প্রশ্ন : কেমন আছেন, আম মশাই?

আম : আছি, আছি। এই থাকা আর কী!

প্রশ্ন : আপনার কথার মধ্যে কিঞ্চিৎ হতাশার সুর বাজছে দেখি!

আম : কিঞ্চিৎ নয়, পুরাই হতাশ!

প্রশ্ন : বলেন কী! কী হয়েছে বলুন তো?

আম : কী হয়নি সেটা বলুন! একে তো ভয়াবহ গরম, তার ওপর বিবেকহীন মানুষ!

প্রশ্ন : সে কী! মানুষ আবার কী করল আপনার সঙ্গে?

আম : করছে, করছে! কিছু একটা তো করছেই! না হয় এ কথা কেন বলব?

প্রশ্ন : আহা, সেটা তো বুঝলাম। কিন্তু কী করেছে? নাকি মানুষকে আম খাওয়া ছেড়ে দিতে বলছেন আপনি?

আম : বেআক্কেলের মতো কথা বইলেন না! আম খাওয়া ছাড়বে কেন! আম খাওয়া ছাড়লে আমাদের আর গুরুত্ব থাকবে নাকি! আম খাক, সমস্যা নাই। কিন্তু নিষ্ঠুর হবে কেন!

প্রশ্ন : আরে মশাই, আপনে তো দেখি ‘কথার প্যাঁচালি’! এত কথা পেঁচান কেন! যা বলার খুলে বলুন?

আম : খুলে বলব মানে! আপনি আমাকে কী খুলতে বলছেন?! লজ্জা-শরমের মাথা খেয়ে ফেললেন নাকি!

প্রশ্ন : ধুর মশাই! আমি কী বলি আর আপনে কী বোঝেন! আমি আপনাকে মানুষের নিষ্ঠুরতার বিষয়টি ব্যাখ্যা করতে বলেছি।

আম : ওহ! শোনেন, প্রচণ্ড গরমে এমনিতেই আমরা পেকেপুকে শেষ! কিন্তু তার পরও কতিপয় বিবেকহীন মানুষ জলদি পাকিয়ে ফেলতে এবং আমের রং সুন্দর করতে আমাদের ওপর ফরমালিনসহ বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করছে! কী নিষ্ঠুরতা!

প্রশ্ন : তা তো বটেই! ওরা তো আসলে মানুষের তালিকা থেকে নিজেদের নাম কেটে নিয়েছে, ওদের কথা বাদ দেন। আপনার দিনকাল কেমন যাচ্ছে?

আম : এতক্ষণ কী বয়ান করলাম! মজা নেন নাকি?! যান মিয়া, ফাজলামি কইরেন না! একটু হাওয়া খাইতে দেন।

(আম মশাই রেগে যাওয়ায় সাক্ষাৎকার এখানেই সমাপ্ত)

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.