আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ জানুয়ারী ২০১৭, মঙ্গলবার |

kidarkar

কেন মাঝপথে কনসার্টে গান বন্ধ করলেন আতিফ (ভিডিওসহ)

atifশেয়ারবাজার ডেস্ক: পাকিস্তানের নাগরিক হয়েও ভারতের লক্ষ লক্ষ মানুষের হৃদয় জুড়ে রয়েছেন শিল্পী আতিফ আসলাম। ‘দূরি’, ‘তু জানে না’, ‘পহলি নজর মে’, ‘তেরা হোনে লগা হুঁ’, ‘ম্যয় রঙ্গ শরবতো কা’ বা ‘তেরে সঙ্গ ইয়ারা’-র মতো অসম্ভব সুন্দর গান তিনি উপহার দিয়েছেন উপমহাদেশের দর্শক-শ্রোতাদের। কিন্তু আতিফ আসলাম হুট করেই কনসার্টে গান গাওয়া থামিয়ে দিলেন। আর এতে অনেকেই অবাক হয়ে যায়। কি হলো তার!

এর কারণ কনসার্টে আতিফ পারফর্ম করতে উঠে দেখেন স্টেজের একেবারে সামনে একটি মেয়েকে উত্যক্ত করছে একদল ছেলে। যেহেতু কনসার্টগুলিতে স্টেজের সামনের দিকে অত্যন্ত ভিড় থাকে, তাই ওই জায়গা থেকে বেরোতেও পারছিলেন না মেয়েটি। বিষয়টি আতিফের নজরে এলে তখনই গান বন্ধ করে আগে মেয়েটিকে উদ্ধার করতে এগিয়ে যান।

তারপরে স্টেজের সামনের দিকে এগিয়ে এসে আতিফ বলেন, ‘এর আগে কখনও মেয়ে দেখনি? তোমার মা বা বোনও এখানে থাকতে পারত!’ এরপর তিনি সিকিউরিটির লোকজনদের নির্দেশ দেন ওই মহিলাকে উদ্ধার করতে। নির্দেশমতো মহিলাকে উদ্ধার করা হলে, সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আতিফের অনুগামীরা।

গোটা ঘটনাটিই ধরা পড়েছে এক অনুগামীর তোলা ভিডিও ফুটেজে যা তিনি আপলোড করেছেন ইউটিউবে।

https://www.youtube.com/watch?v=dqkWcxK3Igw

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.