আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ জানুয়ারী ২০১৭, মঙ্গলবার |

kidarkar

ভারতের পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে সেবি’র নানা উদ্যোগ

sebiশেয়ারবাজার ডেস্ক:  ভারতের পুঁজিবাজার সংস্কারে একগুচ্ছ প্রণোদনা দেয়ার উদ্যোগ নিয়েছে দেশটির শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। মূলত পুঁজিবাজারে বিনিয়োগের পরিমাণ বাড়ানোর জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে সেবি।এর মধ্যে অন্যতম হলো: লেনদেনের খরচ কমাতে ব্রোকার ফি এক ধাক্কায় ২৫% কমিয়ে আনা এবং এ ধরনের মধ্যস্থতাকারীর সামনে ডিজিটাল মাধ্যমে স্টক এক্সচেঞ্জে পাওনা মেটানোর বিকল্প খুলে দেওয়া।

সম্প্রতি অনুষ্ঠিত সেবির পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেবি-র বিজ্ঞপ্তি অনুসারে গৃহীত পদক্ষেপগুলো হল —

• ব্রোকার ফি ২৫ শতাংশ কমানোর ফলে তা প্রতি ১ কোটি টাকার লেনদেনে ২০ টাকা থেকে ১৫ টাকায় নেমে আসা।

• মিউচুয়াল ফান্ডগুলিকে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (আরইআইটি) এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টে (আইএনভিআইটি) লগ্নির অনুমতি দেওয়া। একটি মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ পর্যন্ত নিট সম্পদ এগুলিতে খাটানো যাবে। তবে ইনডেক্স ফান্ড এবং শিল্প ভিত্তিক প্রকল্পের জন্য এই সীমা খাটবে না।

• মিউচুয়াল ফান্ডের জন্য নতুন বিজ্ঞাপন বিধি, যার আওতায় নামী ব্যক্তিত্বদের প্রচারের কাজে লাগানো যাবে। সাফল্যের খতিয়ান তুলে ধরতে হবে সহজ-সরল ভাবে। দাখিল করতে হবে সাম্প্রতিক তথ্য।

• সংস্থা সংযুক্তির নিয়ম বদল। নথিভুক্ত নয়, অথচ আয়তনে বড়, এমন কোম্পানি কোনও ছোট সংস্থার সঙ্গে মিশে গিয়ে বাজারে নথিভুক্ত হতে পারবে না। শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত।

• হাতে উদ্বৃত্ত থাকলে বন্ড ছাড়তে পারবে পুরসভা।

শেয়ারবাজারনিউজ/ম.সা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.