আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০১৭, বুধবার |

kidarkar

সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন

bazar-18_10_2017শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন এদিন শুরুতে সূচক উত্থান থাকলেও ১৫ মিনিট পরে ক্রয়ের চাপে পতনের দিকে পরে। এরপর ১১টার দিকে সূচক ফের উত্থানের দিকে ফিরলে ফের ক্রয়ের চাপে পরে সূচক। আজ বুধবার লেনদেন শুরুর দেড় ঘন্টায় সূচকের উত্থান-পতন দেখা দিলেও বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর এমনকি টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা ধরি গতি দেখা গেছে আলোচিত সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮৪ কোটি টাকা।

বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৭৫ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮১ এবং ডিএসই৩০ সূচক পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৯২ পয়েন্টে। সময় লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টি, দর কমেছে ১৪২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর টাকার অংকে লেনদেন হয়েছে ৮৮৪ কোটি ৩৪ লাখ ৯১ হাজার টাকা

এর আগের কার্যদিবস মঙ্গলবার একই সময় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮৯ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ৫৫৬৭ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৫ এবং ডিএসই৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮০ পয়েন্টে। সময় লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৩টি, দর কমেছে ৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৯২৫ কোটি ৫১ লাখ ২৬ হাজার টাকা

এদিকে, আলোচিত সময় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০ হাজার ৩৬৭ পয়েন্টে সময় লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর টাকার অংকে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার টাকা

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.