আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০১৭, বুধবার |

kidarkar

বাজারের জন্য শুভ ইঙ্গিত; টানা উত্থানের পর স্বাভাবিক সংশোধন

bazar-18_10_201701শেয়ারবাজার রিপোর্ট:  সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে এরই ধারাবাহিকতায় টানা ৭ কার্যদিবসের উত্থানে পর পতনে বিরাজ করছে বাজার এদিন লেনদেন শুরুতে সূচক উত্থান থাকলেও ১৫ মিনিট পরে ক্রয়ের চাপে পতনের দিকে পরে এরপরে ১১টার দিকে সূচক ফের উত্থানের দিকে ফিরলেও ফের ক্রয়ের চাপে পরে সূচকতারপর কয়েকবার চেষ্টা করলেও সূচক আর ঘুরে দাঁড়াতে পারেনি। এর ফলে দিনশেষে পতনেই শেষ হয় সূচক। আজ বুধবার সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এমনকি টাকার অংকেও আগের দিনের তুলনায় কমেছে লেনদেন। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে হাজার ৯৮৯ কোটি টাকা

বর্তমান বাজার পরিস্থিতি অনেকটাই প্রত্যাশার মধ্যে দিয়ে যাচ্ছে। আর তাই গত কয়েক দিনের ধারবাহিক উত্থানের পর বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার ঝোঁক বিরাজ করে কারণ ২০১০ সালে বাজার ধসের পর থেকে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কিছুতেই ফিরে আসছে না এরই অংশ হিসেবে কোন শেয়ারে সামান্য লাভ থাকলেই তা বিক্রি করতে শুরু করেন তারা এরই জের ধরে আজকের বাজার কিছুটা নিম্নমুখী বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা তবে অবস্থা স্থায়ী নয় বলেও জানান তারা। পাশাপাশি আজকের লেনদেন হাজার কোটিতে থাকাটা ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

তাছাড়া বাজার বিশেষজ্ঞরা বলছেন, উত্থান-পতন বাজারের স্বাভাবিক ধর্ম। এই কারেকশন লেনদেনের স্বাভাবিক গতি বাজারের জন্য শুভ ইঙ্গিত। কেননা টানা পতন কিংবা টানা উত্থান কোনোটাই বাজারের জন্য ইতিবাচক নয়। তাই গত দিনের উত্থানের পর কিছুটা দর পতন স্বাভাবিক। আর বাজারে এমন ধারা বিদ্যমান থাকলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদেরও আস্থা ফিরে আসবে

দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৭৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৮০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিনশেষে লেনদেন হয়েছে হাজার ৯৮৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার  টাকা।

এর আগের কার্যদিবস মঙ্গলবার ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৭৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৭৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৮ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর দিনশেষে লেনদেন হয়েছে হাজার ৬৪ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার  টাকা। যা গত বছরের থেকে সবোর্চ্চ ছিল

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ২৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানির মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। আর টাকায় আজ সিএসইতে মোট লেনদেন হয়েছে ১২১ কোটি ৫১ লাখ ৭৮ হাজার ৬৭০ টাকা

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.