আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০১৭, বুধবার |

kidarkar

৬ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

board-meetingশেয়ারবাজার ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। এগুলো হলো- ইফাদ অটোস, নদার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, আমরা টেকনোলজি, শমরিতা হাসপাতাল, শাশা ডেনিমস লিমিটেড এবং বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইফাদ অটোস: প্রকৌশল খাতের এ কোম্পানি বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

নদার্ণ জুট ম্যানুফ্যাকচারিং: জুট খাতের এ কোম্পানি বোর্ড সভা আগামী ২৩ জানুয়ারি, বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

আমরা টেকনোলজি: আইটি খাতের এ কোম্পানির বোর্ড সভা আগামী ২৫ জানুয়ারি, বিকেল ৫টায় এ কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

শমরিতা হাসপাতাল: সেবা ও আবাসন খাতের এ কোম্পানির বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা । সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

শাশা ডেনিমস: বস্ত্র খাতের এ কোম্পানির বোর্ড সভা  আগামী ২৪ জানুয়ারি, সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা । সভায় ৩১ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।

বার্জার পেইন্ট বাংলাদেশ: বিবিধ খাতের এ কোম্পানির বোর্ড সভা আগামী ২৪ জানুয়ারী মঙ্গলবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৪র্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’১৬)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে।

উল্লেখ্য,  আয়কর অধ্যাদেশ-১৯৯৪ এর ২ (৩৫) ধারা সংশোধণ হওয়ার কারণে ফাইন্যান্স অ্যাক্ট-২০১৬ অনুযায়ী হিসাব বছর পরিবর্তন করবে কোম্পানিটি। এরই অংশ হিসেবে কোম্পানিটির পরবর্তী হিসাব বছর মার্চ-এপ্রিল করা হবে। আর পরবর্তী কোম্পানিটি ১৫ মাসের (জানু-১৬-মার্চ-১৭) সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.