আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ জানুয়ারী ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

ব্যাটসম্যানদের সতর্ক করলেন নিউজিল্যান্ড বোলার

bounceশেয়ারবাজার ডেস্ক: আগামীকাল শুক্রবার থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু হবে। প্রথম ম্যাচের মতো এখানেও বাউন্সার দেওয়া অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট, ‘আমি নিশ্চিত যে এই ম্যাচেও শর্ট পিচ বোলিং দেখা যাবে। সবাইকে এটা বুঝতে হবে যে, শর্ট বলগুলো কেন দেওয়া হয়। ব্যাটসম্যানদের হতাশা বাড়ানোর জন্যই বাউন্সারগুলো দেওয়া হয়। কাউকে আঘাত করার উদ্দেশ্যে এটা করা হয় না। বাউন্সারগুলো দেওয়া হয় যেন অন্য ডেলিভারিগুলো আরো কার্যকর করে তোলা যায়।’

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টিম সাউদির দুর্দান্ত এক বাউন্সে মাথায় আঘাত পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। পরে যেতে হয়েছিল হাসপাতালেও। মাথার আঘাত ও আঙুলের ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে মাঠেও নামতে পারবেন না ডানহাতি এই ব্যাটসম্যান। তবে মুশফিকের এমন পরিণতি সত্ত্বেও বাউন্সারের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন স্বাগতিক নিউজিল্যান্ডের বোলাররা।

২০১৪ সালের নভেম্বরে ব্যাটিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে প্রাণ হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিলিপ হিউজ। ওয়েলিংটনে মুশফিককেও মাথায় আঘাত পেয়ে পড়ে যেতে দেখে অনেকের মনেই হয়তো ভেসে উঠেছিল সেই বেদনাদায়ক স্মৃতি। তবে বাংলাদেশ সমর্থকদের আশঙ্কামুক্ত করে দ্রুতই হাসপাতাল ছেড়ে বেরিয়ে আসতে পেরেছেন টেস্ট দলের অধিনায়ক। মুশফিকের আঘাতটি ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানরা যে বাউন্সারগুলো খুব ভালোভাবে সামলেছেন, সেটাও স্বীকার করে নিয়েছেন বোল্ট, ‘ক্রমাগত শর্ট পিচ বল মোকাবিলা করাটা খুবই কঠিন ব্যাপার। কিন্তু তারা সেগুলো খুব ভালোভাবেই খেলেছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা বাউন্সারগুলো খেলতে চেয়েছে আক্রমণাত্মকভাবে।’

বাউন্সার বা শর্ট পিচ বল নিয়ে কোনো অভিযোগ করেননি বাংলাদেশের সহ-অধিনায়ক তামিম ইকবালও। তিনি বলেছেন, ‘শর্ট বল খেলারই একটা অংশ। আমি এটা নিয়ে কোনো অভিযোগ করব না। আমরাও যদি মনে করি যে প্রতিপক্ষের কোনো ব্যাটসম্যান শর্ট বল খেলতে অস্বস্তি বোধ করছে, তাহলে আমরাও এই কৌশল ব্যবহার করব।’

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.