আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ জানুয়ারী ২০১৭, রবিবার |

kidarkar

তিন খাতে শতভাগ দর বৃদ্ধি

price_upশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের প্রথম কার্যদিবসে ( ২২ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন খাতে শতভাগ দর বৃদ্ধি ঘটেছে।শতভাগ বৃদ্ধিতে থাকা খাত গুলো হল: টেলি যোগাযোগ, সেবা ও আবাসন এবং জুট। ‍ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

টেলি যোগাযোগ:

এ খাতে থাকা ২টি কোম্পানির মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির দর বেড়েছে ৭.৩০ টাকা এবং গ্রামীন ফোনের শেয়ার দর বেড়েছে ০.৩০ টাকা।

সেবা  আবাসন: 

এ খাতের ৪টি কোম্পানির মধ্যে ইর্স্টান হাউজিংয়ের দর বেড়েছে ১ টাকা, সাইফ পাওয়ারটেকের ৩.৭০ টাকা, সমরিতা হাসপাতালের ০.২০ এবং সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের দর বেড়েছে ১.৩০ টাকা।

জুট: 

এ খাতের ৩টি কোম্পানির মধ্যে জুট স্পিনিংয়ের দর বেড়েছে ০.৪০ টাকা, নর্দান জুটের ১৫.৪০ টাকা এবং সোনালী আশ ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে ১.৮০ টাকা।

শেয়ারবাজারনিউজ/সো

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.