আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ জানুয়ারী ২০১৭, সোমবার |

kidarkar

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ১৮

americaশেয়ারবাজার ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও মিসিসিপি অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনের বেশি। বিধ্বস্ত হয়েছে ৪৮০টির বেশি ঘরবাড়ি। অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, সাউদার্ন কুক, ব্রুকস ও বেরিয়েন কাউন্টিতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তারা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এই ঝড়ে রাজ্য দুটির ১২২টির বেশি মোবাইল হোম সম্পূর্ণ অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত হতে কাজ করছে দেশটির জরুরি বিভাগ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে জর্জিয়ায় নিহত হয়েছেন ১৪ জন। অঙ্গরাজ্যের গভর্নর নাথান ডিল সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। জর্জিয়ার জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অঙ্গরাজ্যের কুক, ব্রুকস, ডোহার্টি ব্যারিয়েন অঞ্চলে ঝড়ে ১৪ জন নিহত হন।

এদিকে, স্থানীয় সময় শনিবার মিসিসিপি অঙ্গরাজ্যে একটি টর্নেডো আঘাত হানে। এতে নিহত হন চারজন। সেখানে ঝড়ের গতি ছিল ঘণ্টায় ২১৮ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ফ্লোরিডা উত্তর ও জর্জিয়ার দক্ষিণাঞ্চলে আরো ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ারবাজারনিউজ/সো

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.