আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ জানুয়ারী ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

ওটিসির দুই কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

OTC_SharebazarNewsশেয়ারবাজার ডেস্ক: ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের বিডি মনোস্পুল ও পেপার প্রসেসিংয়ের দ্বিতীয় প্রান্তিক (জুলাই’১৬-ডিসেম্বর’১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রান্তিক প্রতিবেদন অনুযায়ী, বিডি মনোস্পুলের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১ কোটি ৩১ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪.৩০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৯৭ লাখ ৭০ হাজার টাকা ও ৩.২০ টাকা। গত তিন মাসে (অক্টোবর’১৬-ডিসেম্বর’১৬) এ কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৬৬ লাখ টাকা ও ইপিএস ২.১৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৪৮ লাখ ৩০ হাজার টাকা ও ১.৫৮ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৬ অর্থবছর অনুযায়ী এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭০.৫১ টাকা।

এদিকে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী পেপার প্রসেসিংয়ের কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ১ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা ও ৩.৩১ টাকা। গত তিন মাসে (অক্টোবর’১৬-ডিসেম্বর’১৬) এ কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৫৯ লাখ টাকা ও ইপিএস ১.৭৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল যথাক্রমে ৫৫ লাখ ৭০ হাজার টাকা ও ১.৬৬ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৬ অর্থবছর অনুযায়ী এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৩.৯০ টাকা।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.