আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ এপ্রিল ২০১৫, বুধবার |

kidarkar

মডেল হচ্ছে রুবেল!

বুবেলশেয়ারবাজার ডেস্ক: জাতীয় দলের পেশার বোলার রুবেল লাইট, ক্যামেরা, অ্যাকশনের (মডেলিং) জগতে নাম লেখালেন। তবে, ক্রিকেটের বাইরে নয়। রবি’র বিজ্ঞাপন চিত্রে রুবেলকে দেখানো হবে একজন সংগ্রামী ক্রিকেটার হিসেবে। যা বেশ উপভোগ করছেন তিনি। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রুবেলকে নিজেদের মডেল বানালো মোবাইল ফোন কোম্পানি রবি। আর ক্রিকেট জীবনের পাশাপাশি মডেলিংয়ের নতুন অভিজ্ঞতাকে উপভোগ করছেন বলে জানান এ টাইগার পেসার। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে সিরিজে আরো ভাল ক্রিকেট খেলতে মুখিয়ে আছেন জানিয়ে রুবেল বলেন, হোম সিরিজে অন্য এক বাংলাদেশ দলকে দেখবে ক্রিকেট বিশ্ব।

দেশ ছাড়ার আগে প্রেম নিয়ে মামলা, জেলসহ কতই না সমস্যা পোহাতে হয়েছে পেসার রুবেলকে। সবকিছুর জবাব দেয়ার মাধ্যমটা যে বিশ্বকাপ হবে, তাও জানিয়ে রেখেছিলেন তিনি। আর তা এমনভাবে দিলেন, যাতে ছারখার হলো ক্রিকেটের কুলীন ইংল্যান্ডসহ অন্য প্রতিপক্ষগুলো। অত:পর মুক্তি মিলতে যাচ্ছে মামলা থেকে। চারপাশে সবাই রুবেলের প্রশংসায় পঞ্চমুখ। তাই মোবাইল ফোন কোম্পানি রবিও চ্যান্সটা নিয়ে নিলেন। বিশ্বকাপের টাইগারদের এ তারকাকেই বানালেন তাদের কোম্পানির মডেল।

রবি স্লোগান “জ্বলে উঠুন আপন শক্তিতে”। আর এ স্লোগানে রবির বিপণন চলে। অন্যদিকে রুবেলকেও দেখছেন নিজের শক্তিতে জ্বলে উঠার প্রতীক হিসেবে। তাই রুবেলকে বেছে নিলো প্রতিষ্ঠানটি।

রুবেল হোসেন বলেন, ‘চ্যালেঞ্জ নিতে সবসময় পছন্দ করি। দলের হয়ে খেলার পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি। আসছে পাকিস্তানের বিপক্ষে সিরিজে নিজেদের সেরাটা খেলার আশা করছি।

রবি’র ব্রান্ড অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তোফায়েল রশিদ বলেন, ‘টিম বাংলাদেশের অন্যতম খেলোয়াড় রুবেলের মাঝে জ্বলে উঠার আলো দেখতে পেয়ে তাকে বেছে নেয়া হয়েছে। ‘

আগামী কয়েকদিনের মধ্যে বিজ্ঞাপন চিত্রটি দেশের বিভিন্ন গণমাধ্যমে দেখা যাবে।

শেয়ারবাজার/রা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.