আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ জানুয়ারী ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

ঊধর্বমূখী প্রবণতায় চলছে লেনদেন

price upশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের ঊর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথমদিকে নিম্মমুখী থাকলেও ধীরে ধীরে বাড়তে শুরু করে সূচক। তবে এদিন টাকার পরিমাণে লেনদেন রয়েছে কিছুটা শ্লথ গতি। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের পতনে শুরু হয় উভয় বাজারে লেনদেন।

দুপুর ২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯৭০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া মোট ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার। আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২২৮ কোটি ৫১ লাখ টাকা।

এদিকে একই সময়ে সিএসইর সিএসসিএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯২১৮ পয়েন্টে। এসময়ে সিএসইতে লেনদেন হওয়া মোট ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ৯২টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। যা টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০ কোটি ৪৪ লাখ টাকা।

 

শেয়ারবাজার/অ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.