আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ ফেব্রুয়ারী ২০১৭, বুধবার |

kidarkar

২১ লাখ ৭৪ হাজার কোটি রুপির বাজেট ঘোষণা ভারতের

download (4)শেয়ারবাজার ডেস্ক: বড় নোট বাতিলের পর এই প্রথম বাজেট প্রকাশ করেছে ভারত। অর্থমন্ত্রী অরুন জেটলি আজ বুধবার ভারতের লোকসভায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতা নেওয়ার পর এটা হচ্ছে এ সরকারের ৪র্থ বাজেট ঘোষণা।

ভারতের একটি সংবাদ মাধ্যম থেকে একনজরে বাজেট তুলে ধরা হলো-

-বাৎসরিক আয় ৫০ লাখ থেকে ১ কোটি হলে অতিরিক্ত ১০ শতাংশ সারচার্জ আরোপিত হবে।

– বার্ষিক আয় আড়াই লাখ থেকে ৫ লাখের মধ্যে কর দিতে হবে ৫ শতাংশ হারে। আগে ছিল ১০ শতাংশ।

– বিমা এজেন্টদের টিডিএসে ছাড়ের ঘোষণা।

-রাজনৈতিক দলগুলোর তহবিলে অনুদান হিসেবে নগদে ২ হাজারের বেশি দেওয়া যাবে না। টাকা দিতে হবে চেক, ডিজিটাল মাধ্যম এবং বন্ডের মাধ্যমে।

– স্টার্ট আপ প্রতিষ্ঠানগুলোককে ৭ বছরের জন্য কর ছাড়ের সুবিধা।

– ৩ লাখ রুপি পর্যন্ত নগদে লেনদেন করা যাবে।

– কর কিছুটা কমছে ব্যাংকিং ক্ষেত্রে।

– ৫০ কোটি রুপি পর্যন্ত ব্যবসা করা কোম্পানিকে আগের চেয়ে কম কর দিতে হবে। করের পরিমাণ কমে ২৫ শতাংশ করা হয়েছে। এতে সুবিধা হবে ৯৬ শতাংশ প্রতিষ্ঠানের।

– কম দামে আবাসন তৈরিতে প্রোমোটারদের কর ছাড়ের পরিধি বাড়ানো হয়েছে। বাড়ছে মূলধনী লাভে কর ছাড়ের সুবিধা।

-২০১৭-১৮ অর্থবর্ষে রাজকোষ ঘাটতি জিডিপির ৩.২ শতাংশে থাকবে বলে মনে করেন অর্থমন্ত্রী। রাজস্ব ঘাটতি বেঁধে রাখা হবে ১.৯ শতাংশের মধ্যে।

-২০১৭-১৮ অর্থবর্ষের মোট বাজেট বরাদ্দ ২১ লাখ ৭৪ হাজার কোটি রুপি।

– প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে হয়েছে ২ লাখ ৭৪ হাজার কোটি টাকা। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পেনশন এই বরাদ্দে ধরা নেই।

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.