আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৮ জানুয়ারী ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

৯০টি দেশে রফতানি হয় বাংলাদেশি ওষুধ : বাণিজ্যমন্ত্রী

Tofayelশেয়ারবাজার রিপোর্ট : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে বিশ্বমানের ওষুধ উৎপাদিত হচ্ছে। দেশের মোট অভ্যন্তরীণ চাহিদার ৯৮ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে বিশ্বের ৯০টি দেশে রফতানি হচ্ছে বাংলাদেশে উৎপাদিত ওষুধ। এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকার সব ধরনের সহায়তা দেবে।

বৃস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ৭ম ‘এশিয়া ফার্মা এক্সপো-২০১৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি ও জিপিই প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা এখন শুধু পোশাক শিল্পের উপর নির্ভরশীল নই। পোশাক শিল্প ছাড়াও বর্তমান সরকার দেশের চারটি খাতে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। যার মধ্যে রয়েছে ওষুধ, শিপ বিল্ডিং, লেদার গুডস এবং আইটি। এর মধ্যে ওষুধ ছাড়া সবগুলো সেক্টরেই নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। তাই ওষুধ শিল্পেও নগদ অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ডব্লিউটিও’র ট্রিপস (ট্রেড রিলেটেড আসপেক্টস অব ইনটেলেকচ্যুয়াল প্রপার্টি রাইটস) চুক্তির আওতায় ঔষধের ক্ষেত্রে পেটেন্ট আইন বাস্তবায়ন সংক্রান্ত অব্যাহতির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। ইতিমধ্যে এই মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছি। স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের অবস্থানপত্র জেনেভায় বাংলাদেশ মিশনে পাঠিয়েছি। যাতে এই অবস্থানপত্রের উপর ভিত্তি করে অব্যাহতির মেয়াদ বৃদ্ধির ব্যাপারে আলোচনা শুরু করা যায়।’

তিনি আরো বলেন, ‘আমি আগামী ফেব্রুয়ারি মাসে জেনেভায় ডব্লিউটিও আয়োজিত কনফারেন্সে যোগদান করে এলডিসি গ্রুপসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করব।’

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গির হোসেন মল্লিক ও বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব আবদুল মুক্তাদির।

উল্লেখ্য, তিনদিন ব্যাপী এই এক্সপোতে ভারত, চীন, কোরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, তাইওয়ানসহ বিশ্বের ৩০টি দেশের ৪৫০টি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় প্রদর্শিত হচ্ছে আধুনিক প্রযুক্তির অস্ত্রোপচার, রোগ নির্ণয় ও চিকিৎসা যন্ত্রপাতি এবং বিভিন্ন রোগের চিকিৎসায় উৎপাদিত ওষুধ। প্রদর্শনী চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই এক্সপো সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

শেয়ারবাজার/তু/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.