আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৫ ফেব্রুয়ারী ২০১৭, রবিবার |

kidarkar

শুরু হয়েছে জিপিএইচ ইস্পাতের নতুন প্লান্টের কাজ: উৎপাদন বাড়বে ১০ গুন

উৎসবশেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত নতুন প্লান্ট সম্প্রসারণের কাজ শুরু করেছে। তাতে উৎপাদন শুরু হলে এর উৎপাদন বাড়বে বর্তমানের চেয়ে ১০ গুণ বেশি। শনিবার কোম্পানির এক অনুষ্ঠানে এর চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এ কথা জানান।

জাহাঙ্গীর আলম বলেন, ২০১৮ সালের শুরুর দিকে এ কারখানার কাজ শেষ হবে। একই বছরের মাঝামাঝি সময়ে এটি উৎপাদন শুরু করা যাবে। সম্প্রসারিত কারখানা এশিয়ার মধ্যে সর্বপ্রথম হিসেবে আত্মপ্রকাশ করবে। বিশ্বে এ ধরণের কারখানা এরপর ইতালি ও দুবাইতে স্থাপিত হবে।

উৎপাদনমুখী, গতিশীল ও দলবদ্ধ কর্মপরিবেশ গড়ে তোলার জন্য সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের চৌকস হওয়ার তাগিদ দিয়ে জাহাঙ্গীর আলম বলেন, কোম্পানিকে উৎপাদনমুখী, গতিশীল ও দলবদ্ধ কর্মপরিবেশ গড়ে তুলতে সবাইকে স্মার্ট, পরিমিত, অর্জনের সক্ষমতা, বাস্তবধর্মী ও সময় সচেতনতা অর্জন করতে হবে।

জিপিএইচ স্পাতের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, জিপিএইচ স্পাতের সকল কর্মকর্তা ও কর্মচারীই কোম্পানির সকল সাফল্যের জন্য অংশীদার। এ পর্যন্ত প্রদত্ত কর্মচারীদের গ্রুপ ইন্সিওরেন্স, লভ্যাংশ প্রাপ্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রদত্ত সুবিধার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

পরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিনব্যাপী এ উৎসব।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও ছিলেন কোম্পানিটির পরিচালক মো. আশরাফুজ্জামান, মো. আবদুল আহাদ, মো. আজিজুল হক রাজু, নির্বাহী পরিচালক এবি সিদ্দীক, এম. ইমতিয়াজ হোসেন, সিনিয়র জিএম ও সিএফও কামরুল ইসলাম প্রমুখ।

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.