আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ ফেব্রুয়ারী ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

বিশ্ব সূচক থেকে পিছিয়ে ডিএসই

world marketsশেয়ারবাজার রিপোর্ট: সারাবিশ্বের নামকরা স্টক এক্সচেঞ্জের সূচক গত একমাসে ভালোই বেড়েছে। কিন্তু সে তুলনায় বাড়েনি বরং বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে। আমেরিকা,ইউরোপ, এশিয়া প্যাসিফিক এবং মিডল ইষ্ট বা আফ্রিকা মহাদেশের প্রধান প্রধান শেয়ারবাজারের অবস্থা ভালো পর্যায়ে রয়েছে। যদিও বাংলাদেশের পুঁজিবাজারের অবস্থাও ভালোর দিকে যাচ্ছে তবে সে তুলনায় নয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, আমেরিকা মহাদেশের মধ্যে কানাডার টিএসএক্স সূচক গত এক মাসে ১.৮২ শতাংশ বেড়ে ১৫ হাজার ৮৩০.২২ পয়েন্টে অবস্থান করছে। ব্রাজিলের বোভেস্পা সূচক ৬.৩১ শতাংশ বেড়ে ৬৮ হাজার ৫৮৯.৫৪ পয়েন্টে অবস্থান করছে। মেক্সিকোর বোলসা সূচক ১.৮৬ শতাংশ বেড়ে ৪৭ হাজার ১৯৫.৬৮ শতাংশে অবস্থান করছে। চিলি’র আইপিএসএ-৪০ সূচক ২.৭৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৭৫.৭০ পয়েন্টে অবস্থান করছে। আজের্ন্টিনার মার্ভেল সূচক ৪.৬০ শতাংশ বেড়ে ১৯ হাজার ৯১৫.২৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া পেরুর লিমা জেনারেল ইনডেক্স ৩.৯৭ শতাংশ বেড়ে ১৬ হাজার ৩১৯.৩৪ শতাংশে অবস্থান করছে।

ইউরোপ মহাদেশের মধ্যে বিট্রেনের এফটিএসই-১০০ সূচক গত এক মাসে ১.৯২ শতাংশ বেড়ে ৭ হাজার ২৮৮.৪২ পয়েন্টে অবস্থান করছে। জার্মানির ডিএএক্স সূচক ৩.৯৩ শতাংশ বেড়ে ১১ হাজার ৯৯৯.০১ পয়েন্টে অবস্থান করছে। ফ্রান্সের সিএসি-৪০ সূচক ১.৭৮ শতাংশ বেড়ে ৪ হাজর ৯০৭.২৯ পয়েন্টে অবস্থান করছে। বেলজিয়ামের বেল-২০ সূচক ১.৭৯ শতাংশ বেড়ে ৩ হাজার ৬২৬.১৪ পয়েন্টে অবস্থান করছে। ইউরোপের এফটিএসই ইউরো ফার্স্ট-৩০০ সূচক ৩.২৬ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭১.৯৭ পয়েন্টে অবস্থান করছে। স্পেনের আইবিইএক্স-৩৫ সূচক ১.৮৫ শতাংশ বেড়ে ৯ হাজার ৪৭৭.২০ পয়েন্টে অবস্থান করছে। নেদারল্যান্ডসের এ.ই.এক্স সূচক ৩.৩২ শতাংশ বেড়ে ৪৯৮.৭৬ পয়েন্টে অবস্থান করছে।

এশিয়া প্যাসিফিকের মধ্যে জাপানের নিক্কি-২২৫ সূচক গত এক মাসে ২.৫৪ শতাংশ বেড়ে ১৯ হাজার ৩৭১.৪৬ পয়েন্টে অবস্থান করছে। হংকংয়ের হ্যাং সেং সূচক ৫.৩১ শতাংশ বেড়ে ২৪ হাজার ১১৪.৮৬ পয়েন্টে অবস্থান করছে। চায়নার সাংহাই কম্পোজিটের সূচক ৩.৬৪ শতাংশ বেড়ে ৩ হাজার ২৫১.০৯ পয়েন্টে অবস্থান করছে। ভারতের এনএসই-৫০ সূচক ৬.৯২ শতাংশ বেড়ে ৮ হাজার ৯৭২.৫০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ভারতের বিএসই-৩০ সূচক ৬.৪৪ শতাংশ বেড়ে ২৮ হাজার ৮৬৪.৭১ পয়েন্টে অবস্থান করছে। সিঙ্গাপুরের এসটিআই সূচক ৩.৭০ শতাংশ বেড়ে ৩ হাজার ১৩৭.৫৭ পয়েন্টে অবস্থান করছে। কোরিয়ার কোসপি সূচক ২.০২ শতাংশ বেড়ে ২ হাজার ১০৭.৬৩ পয়েন্টে অবস্থান করছে। তাইওয়ানের টিএসই-৫০ সূচক ২.৭৬ শতাংশ বেড়ে ৭ হাজার ৩০৩.৯৭ পয়েন্টে অবস্থান করছে। মালয়শিয়ার কিএলএসই সূচক ১.৯৮ শতাংশ বেড়ে ১ হাজার ৭০৪.৪৮ পয়েন্টে অবস্থান করছে।

মিডল ইষ্ট বা আফ্রিকা মহাদেশের মধ্যে সৌদি আরবের তাদাউল অল শেয়ার সূচক ০.৭১ শতাংশ বেড়ে ৭ হাজার ৬২.৮৫ পয়েন্টে অবস্থান করছে। ইসরাইলের তেল আবিব-১০০ সূচক ৪.৬০ শতাংশ বেড়ে ১ হাজার ২৮৮.৯৬ পয়েন্টে অবস্থান করছে। কেনিয়ার নাইরোবি এনএসই-২০ সূচক ২.৬৮ শতাংশ বেড়ে ২ হাজার ৯৮৩.২০ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে বিশ্বের গুরুত্বপূর্ণ স্টক এক্সচেঞ্জে সূচকের পরিমাণ যেভাবে বেড়েছে সেভাবে বাড়েনি বাংলাদেশের পুঁজিবাজারে সূচকের পরিমাণ। ডিএসই’র ডিএসইএক্স সূচক এখন ৫ হাজার ৬২৫.৩৪ পয়েন্টে অবস্থান করছে। এর ঠিক এক মাস (২৩ জানুয়ারি’১৭) আগে ডিএসইতে সূচকের পরিমাণ ছিল ৫ হাাজর ৬৬৯.৮০ পয়েন্ট। অর্থাৎ এক মাসের ব্যবধানে ডিএসই সূচকের পরিমাণ কমেছে ৪৪.৪৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা বলছেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশের পুঁজিবাজার ভালো অবস্থানে রয়েছে। ধীরে ধীরে বাজার এগিয়ে যাচ্ছে। এভাবে বাজার একটি স্থায়ী স্থিতিশীলতা বজায় থাকবে বলে মনে করছেন তারা।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.