আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৭ ফেব্রুয়ারী ২০১৭, সোমবার |

kidarkar

২৮ কোম্পানির ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ

medicines-lশেয়ারবাজার ডেস্ক: দেশের ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন ও বিক্রি ৭২ ঘন্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নে মানসম্মত অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যর্থ হওয়ায় এসব কোম্পানি যেন ওষুধ উৎপাদন ও বিক্রি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার ২৭ ফেব্রুয়ারি বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

রুলে ২৮ কোম্পানির অ্যান্টিবায়োটিক, অ্যান্টিক্যানসার ও হরমোন-জাতীয় ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, শিল্পসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আর নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে স্বাস্থ্যসচিব, শিল্পসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ পাঁচ বিবাদীকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ কাজে পুলিশপ্রধান ও র‍্যাবের মহাপরিচালককে সহায়তা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞ কমিটির মূল্যায়নে উৎপাদন বন্ধের সুপারিশ বাস্তবায়নের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গতকাল রোববার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের পক্ষে তিন আইনজীবী রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ২৮ কোম্পানির অ্যান্টিবায়োটিক, অ্যান্টিক্যানসার ও হরমোন-জাতীয় ওষুধ উৎপাদন ও বিক্রি ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.