আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মার্চ ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

ভারতের শেয়ারবাজারে ট্রাম্পের নেতিবাচক প্রভাব

bse sensexশেয়ারবাজার ডেস্ক: টানা ৬ দিন ওঠার পরে কিছুটা পড়ল শেয়ার বাজার। সোমবার সেনসেক্স পড়েছে ৮০.০৯ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে তা দাঁড়ায় ২৮,৮১২.৮৮ অঙ্কে। পাশাপাশি নিফ্‌টি ৪২.৮০ পয়েন্ট পড়ে থিতু হয় ৮,৮৯৬.৭০ অঙ্কে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

মূলত মুনাফার টাকা তুলে নেওয়ার জন্য শেয়ার বিক্রির জেরেই এই দিন শেয়ার বাজার পড়েছে বলে বাজার সূত্রের খবর। অবশ্য আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন। তিনি কী বলেন, তা নিয়েই উদ্বেগের মধ্যে রয়েছে শেয়ার বাজার।

গত ৬ দিনের লেনদেনে সেনসেক্স বেড়েছিল ৭৩৭.৪১ পয়েন্ট। বাজার কিছুটা ওঠায় মুনাফার টাকা তুলে নেওয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছিল, এই দিন লগ্নিকারীরা তারই সদ্ব্যবহার করেন বলে বাজার সূত্রের খবর। তবে ট্রাম্পকে নিয়ে উদ্বেগ শুধু যে ভারতীয় লগ্নিকারীদের মনেই আছে, তা নয়। বিশ্ব বাজারেই তা ছড়িয়ে পড়েছে।

যার ফলে এশিয়া এবং ইউরোপের বিভিন্ন শেয়ার সূচকের মুখও এ দিন ছিল নীচের দিকেই।

তবে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি আপাতত ভারতের বাজারে শেয়ার বিক্রির বহর কমিয়েছে। বরং তারা কিনতে শুরু করেছে। বৃহস্পতিবার ওই সব লগ্নিকারী সংস্থা ৩৯২.৩৩ কোটি টাকার শেয়ার কিনেছে।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.