আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ মার্চ ২০১৭, শনিবার |

kidarkar

আমেরিকায় ভারতীয় খুন

imageeশেয়ারবাজার ডেস্ক: কানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলা খুনের রেশ কাটতে না কাটতেই ফের মার্কিন শহরে নিহত হলেন আরেক ভারতীয় বংশোদ্ভূত। বৃহস্পতিবার রাতের দিকে সাউথ ক্যারোলিনার ল্যাঙ্কাস্টার কাউন্টিতে নিজের বাড়ির সামনে গুলিতে প্রাণ হারান ৪৩ বছর বয়সি হার্নিস পটেল। দি হেরাল্ড-এর খবর, বাড়ি থেকে প্রায় ৬ কিমি দূরে হার্নিসের স্টোর অর্থাত্ দোকান।

দোকান বন্ধ করে মিনিভ্যান চালিয়ে বাড়ির কাছে আসতেই তিনি ঘাতকের সামনে পড়েন বলে ধারণা তদন্তকারীদের। পরে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানিয়েছে, পটেলকে মৃত অবস্থায় মধ্যরাত হওয়ার কয়েক মিনিট আগে পাওয়া যায়। দশ মিনিটও হয়নি, দোকান বন্ধ করেছিলেন তিনি।

স্থানীয় লোকজনই ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে জানান, গুলির শব্দ, আর্তনাদ শুনেছেন তারা। ঘটনার পিছনে অবশ্য জাতিবিদ্বেষের ছায়া দেখছেন না শেরিফ বেরি ফেলি। তিনি বলেছেন, পটেলের ভারতীয় বংশোদ্ভূত পরিচিতি এক্ষেত্রে কোনও কারণ বলে মনে হচ্ছে না।

পটেলের মৃত্যুতে শোকাবিষ্ট পরিবার, আত্মীয়স্বজন, পরিচিতরা, খদ্দেররাও। পটেলের বাড়ি গিয়ে শ্রদ্ধা, শোক জানাচ্ছেন তারা। হতবাক সকলেই। একজন বলেছেন, প্রত্যেকেরই ভাল বন্ধু ছিলেন তিনি। যে-ই এমন করে থাকুুক, কেন করল ওঁর সঙ্গে?

শেয়ারবাজারনিউজ/রু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.