আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ এপ্রিল ২০১৫, শনিবার |

kidarkar

সৌদির আকাশসীমায় আটকে গেল ইরানের প্লেন

iranian jetশেয়ারবাজার ডেস্ক: পবিত্র উমরাহ পালনের জন্য ২৬০ যাত্রিবাহী ইরানের একটি প্লেন সৌদি-আরবের আকাসসীমায় আটকে দেয়া হয়েছে। আগে থেকে অনুমতি না নেয়ায় বৃহস্পতিবার ইরানের এ জেটটিকে ফেরত পাঠানো হয়। খবর: আরব নিউজ্

সৌদি-আরবের বিমান চলাচল নিয়ন্ত্রন কর্তৃপক্ষ জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশনের (জিএসিএ) পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মুখপাত্র খালেদ আল খাইবারি জানান, আকাশসীমায় প্রবেশ করার জন্য আগে থেকেই অনুমতি নেয়ার যে নিয়ম রয়েছে তা না নেয়ায় বিমানটিকে প্রবেশ করতে দেয়া হয়নি। এর পাশাপাশি যাত্রি ও সাধারনের নিরাপত্তা রক্ষায় আনুষ্ঠানিকভাবে বিমানের প্রকৃতি, ধরন, রেজিস্ট্রেশন এবং মেয়াদ সংক্রান্ত যে সকল প্রয়োজনীয় দলিলের মাধ্যেমে আবেদন করতে হয় তা পাঠাতে বিমান প্রতিষ্ঠানটি ব্যর্থ হওয়ায় এমনটা হয়েছে।

এ মুখপাত্র আরও বলেন, বিশ্বের সকল দেশের এয়ারলাইনস কোম্পানির জন্যই নিয়ম একই। নিয়মের এমন ব্যাত্যয় করলে ইরান কেন, কোনো দেশের বিমানই সৌদির আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।

 

শেয়ারবাজার/ও

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.