আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মার্চ ২০১৭, মঙ্গলবার |

kidarkar

অশ্বিনের কাছে হারলো অজিরা: একাই ৬ উইকেট

Ravichandran Ashwinশেয়ারবাজার ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি হেরে ভালোই ধাক্কা খেয়েছিল স্বাগতিক ভারত। দ্বিতীয় ম্যাচেও হারের শঙ্কা ছিল কোহলিদের সামনে। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৮৮ রান। অজি ব্যাটসম্যানরা হেসেখেলেই সেই লক্ষ্যে পৌঁছে যাবেন, অনেকেই এটাই মনে করেছিলো। কিন্তু রবীচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ের কাছে হেরে গেলেন অস্ট্রেলিয়া। গুটিয়ে গেছে মাত্র ১১২ রানে। ৭৫ রানের দারুণ জয় দিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে স্বাগতিক ভারত। ৪১ রানের বিনিময়ে ছয়টি উইকেট নিয়েছেন অশ্বিন।

ভারত সফরে এসে প্রথম তিনটি ইনিংসেই অস্ট্রেলিয়া করেছিল আড়াইশর বেশি রান। প্রথম টেস্টে জিতেছিল ৩৩৩ রানের বিশাল ব্যবধানে। কিন্তু সেই অস্ট্রেলিয়া যে ১৮৮ রান তাড়া করে জিততে পারবে না, তা কেউই কল্পনাও করতে পারেননি।

শুরুতে ভারতের বোলারদের ওপর চড়াও হয়েই খেলছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। প্রথম ৯ ওভারে একটি উইকেট হারালেও অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়ে গিয়েছিল ৪২ রান। দশম ওভারে ডেভিড ওয়ার্নারকে আউট করে সফরকারীদের সতর্কবার্তা দিয়েছিলেন অশ্বিন। এরপর উমেশ যাদব তুলে নিয়েছিলেন শন মার্শ ও অধিনায়ক স্টিভেন স্মিথের উইকেট। ২৮ রান করা স্মিথকে আউট করার পরই নড়েচড়ে বসেছিলেন ভারতের সমর্থকরা। জাগতে শুরু করেছিল জয়ের আশা।

কিছুটা চাপের মুখে পড়ে যাওয়া অস্ট্রেলিয়াকে আর কোনো সুযোগ দেননি অশ্বিন। নিজের টানা তিন ওভারে একে একে ফিরিয়েছেন মিচেল মার্শ, ম্যাথু ওয়েড ও মিচেল স্টার্ককে। সে সময় অস্ট্রেলিয়ার ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেন। তবে কয়েক ওভার পরে এক ওভারেই পিটার হ্যান্ডসকম্ব ও নাথান লায়নের উইকেট তুলে নিয়ে ভারতকে দারুণ এক জয় এনে দিয়েছেন অশ্বিন। মাঝখানে স্টিভ ও’কাফির উইকেটটি নিয়েছেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি এসেছে স্মিথের ব্যাট থেকে। ২৪ রান করে আউট হয়েছেন হ্যান্ডসকম্ব।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.