আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মার্চ ২০১৭, মঙ্গলবার |

kidarkar

বাজারে আসছে আইফোন-৮: ফিচার ও দামের তথ্য ফাঁস

iphone 8শেয়ারবাজার ডেস্ক: যেখানে এখনও বাজারে আইফোন-৭ জাঁকিয়ে বসেনি! তার মধ্যেই জল্পনা শুরু হয়ে গেল আইফোন-৮ নিয়ে। চলতি বছরেই বাজারে আসতে পারে আইফোনের নয়া এই মডেল। এমন খবরই প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সংবাদপত্র।

ওই সংস্থার খবর অনুযায়ী, আইফোন-৮ নাম পাল্টে হতে পারে আইফোন এক্স। থাকবে ওএলইডি-সহ সবচেয়ে বড় ৫.৮ ইঞ্চির ডিসপ্লে। তবে, ৫.১৫ ইঞ্চি পর্যন্ত ওই ডিসপ্লে ব্যবহার যোগ্য হবে।

আইফোন-৮ ছাড়াও সদ্য বাজারে আসা আইফোন-৭ এবং সেভেন প্লাস-এর আপডেট ভার্সনও প্রকাশ করতে পারে অ্যাপল সংস্থা। নতুন আর কী ফিচার রয়েছে আইফোন-৮ এ? বিভিন্ন টেক ওয়েবসাইটগুলোর মতে, ওয়ারলেস চার্জার সিস্টেম থাকতে পারে নতুন মডেলটিতে। তবে, দাম শুনে অনেকই আইফোন-৮ কেনার উৎহ হারাতে পারেন। আইফোনের এই মডেলটির দাম নাকি ১ হাজার ডলারের কাছাকাছি হবে!

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.