আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মার্চ ২০১৭, শনিবার |

kidarkar

সুপারস্টারদের যে ছবিগুলো কখনোই মুক্তির আলো দেখবেনা !

download (1)শেয়ারবাজার ডেস্ক: শুটিং তো হয় অনেক ছবিরই, কিন্তু সব ছবি মুক্তির আলো দেখে কি? অনেক সময়ই নানা রকম আইনি জটে আটকে বা আর্থিক সমস্যায় পড়ে মুক্তি পায় না বহু ছবি। অনেক সময় দেখা যায়, শুটিং শেষ হওয়ার বহু বছর পর হয়তো মুক্তি পায় কোনও ছবি। অনেক ছবির ভাগ্যে সে টুকুও জোটে না। এই তালিকায় রয়েছেন বলিউডের সুপারস্টাররাও।

দেবা:
সুভাষ ঘাইয়ের পরিচালনায় ‘দেবা’র কাজ শুরু করেছিলেন বিগ-বি। খুব বড় করে সেই ছবির মহরতও হয়েছিল।
কিন্তু শেষ পর্যন্ত কোনও এক অজ্ঞাত কারণে মুক্তি পায়নি সেই ছবি।

দশ:
মুকুল এস আনন্দের পরিচালনায় দশ ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ খন্না, সালমান খান ও সঞ্জয় দত্ত। শুটিংয়ের মাঝপথে পরিচালক মারা যাওয়ায়
এই ছবির কাজ বন্ধ হয়ে যায়।

জানা না দিল সে ডোর:
বিজয় আনন্দের ‘জানা না দিল সে ডোর’ ছবিটিতে অভিনয় করেছিলেন দেব আনন্দ। কিন্তু শুটিং চলাকালীন হার্ট অ্যাটাকে বিজয় আনন্দ মারা যাওয়ায় মাঝপথেই বন্ধ হয়ে যায় এই ছবির কাজ।

খবরদার:
টি রামা’র পরিচালনায় ‘খবরদার’ ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও কমল হাসান। কিন্তু এই ছবিটিও মুক্তি পায়নি।

লেডিস ওনলি:
দীনেশ শৈলেন্দ্রের পরিচালনায় ‘লেডিস ওনলি’ সিনেমায় ছিলেন রণবীর কাপূর, সীমা বিশ্বাস, শিল্পা শিরোদকর, হীরা রাজাগোপাল, কমল হাসান। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে এই ছবিটিও দিনের আলো দেখেনি।

লেটস ক্যাচ বীরাপ্পন:
চন্দন দস্যু বীরাপ্পনকে নিয়ে এই ছবিটি শুরু করেছিলেন রাম গোপাল বর্মা। কিন্তু শেষ পর্যন্ত শেষ হয়নি সেই কাজ।

সরহদ:
জে পি দত্তের পরিচালনায় এই ছবিটিতে ছিলেন বিনোদ খন্না। ছিলেন বিনোদ গোস্বামী ও মিঠুন চক্রবর্তীও।
কিন্তু আর্থিক সমস্যার কারণে ছবিটি আর মুক্তি পায়নি।

টাইম মেশিন:
শেখর কপূর, আমির খান, রেখা, রবিনা টন্ডন এবং নাসিরুদ্দিন শাহ ছিল এই ছবিতে। ছবির বেশিরভাগ শুটিংও হয়ে গিয়েছিল। কিন্তু আর্থিক সমস্যার কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় ‘টাইম মেশিন’-এর কাজ।

আলিশান:
আমিতাভ বচ্চন ছিলেন এই ছবিতে। ছিলেন জাভেদ অখতারও। কিন্তু শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি এই ছবি।

শেয়ারবাজারনিউজ/মা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.