আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ মার্চ ২০১৭, শনিবার |

kidarkar

চলতি মাসের মধ্যেই জাপার জোট ঘোষণা: এরশাদ

Ersadশেয়ারবাজার ডেস্ক: চলতি মাসের মধ্যে ২৫টি দল নিয়ে নতুন জোট গঠনের কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। পাঁচ দিনের সফরে রংপুর এসে আজ শুক্রবার দুপুরে নগরীর দর্শনা মোড়স্থ পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এরশাদ বলেন, ২৫টি দলের মধ্যে পাঁচটি নিবন্ধিত দলও আছে। এ মাসের মধ্যেই জোট ঘোষণা করা হবে।

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত মূর্তি গ্রিক দেবির নয় দাবি করে তিনি বলেন, হেফাজতে ইসলাম তা অপসারণের যে দাবি তুলেছে তার সঙ্গে দ্বিমত প্রকাশ করছি।

এ ছাড়াও সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তত্ত্বাবধায়ক সরকারের সময় নেওয়া ব্যবসায়ীদের টাকা ফেরত দিতে সরকারের প্রতি উচ্চ আদালতের নির্দেশনা সঠিক বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান।

এ সময় জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈযদপুরে অবতরণ করে সড়কপথে পল্লী নিবাসে আসেন তিনি। আগামীকাল শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.