আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মার্চ ২০১৭, মঙ্গলবার |

kidarkar

ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক: জেনে নিন কে কতো ভোট পেলেন

dseশেয়ারবাজার রিপোর্ট: উৎসব মুখর পরিবেশে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার হোল্ডার পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে ৪ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে সবার আগে রয়েছেন  রেপিড সিকিউরিটিজের এমডি মো. হানিফ ভূঁইয়া। এরপরেই রয়েছেন  স্যার সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শরীফ আতাউর রহমান। তার পরের অবস্থানে রয়েছেন কান্ট্রি স্টকের এমডি খাজা আসিফ আহমেদ ধানমণ্ডি সিকিউরিটিজের এমডি মো. মিজানুর রহমান খান।

হানিফ ভূঁইয়া পেয়েছেন ১৪৯ ভোট, শরীফ আতাউর রহমান ১১৪ ভোট, খাজা আসিফ ৮৮ ভোট এবং মিজানুর রহমান পেয়েছেন ৭৭ ভোট। যেহেতু শীর্ষ দুইজন ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হবেন তাই হানিফ ভূঁইয়া ও শরীফ আতাউর রহমান ডিএসইর পরবর্তী শেয়ারহোল্ডার পরিচালক। এ নির্বাচনে মোট ২২২টি ভোট পড়ে। এর মধ্যে ৪টি ভোট বাতিল করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় ডিএসই ভবনের নিচ তলায় শুরু হওয়া এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

নির্বাচনে দুই পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উল্লেখিত চার প্রার্থী। নির্বাচিতরা বর্তমান শেয়ার হোল্ডার পরিচালক খাজা গোলাম রসুল ও মোহাম্মদ শাহজাহানের জায়গায় দায়িত্ব পালন করবেন।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুস সামাদের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করেছেন।

বাকি সদস্যরা হলেন- সিকিউরিটিজ লিমিটেডের এমডি হারুন-উর-রশিদ ও এম অ্যান্ড জেড সিকিউরিটিজের এমডি এম মনজুর উদ্দিন আহমেদ।

ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে ডিএসইর ৫৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.