আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মার্চ ২০১৭, মঙ্গলবার |

kidarkar

মৃত্যুর পরও মস্তিষ্কে ১০ মিনিট প্রাণ থাকে!

hadeশেয়া্রবাজার ডেস্ক: মানুষের মস্তিস্ক নিয়ে বিজ্ঞানীদের অনেক বেশি জল্পনা-কল্পনা। বিশেষ করে চিকিৎসকদের এই বিষয়ে আগ্রহ বেশি। তাদের নিকট থেকে মস্তিষ্কের বিষয়ে খুঁটিনাটি প্রায় অনেক কিছু শোনা যায়। এবার জানা গেল নতুন আরেক তথ্য।

বিজ্ঞানীদের মতে, মানুষের মৃত্যুর পর ১০ মিনিট পর্যন্ত মস্তিষ্কে প্রাণ থাকে। মস্তিষ্ক প্রায় ১০ মিনিট পর্যন্ত সচল থাকে। কানাডিয়ান ইন্টেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) ডাক্তারেরা চারজন গুরুতর রোগীর লাইফ সাপোর্ট অফ করে দেয়ার পর এক বিস্ময় দেখতে পান।

চারজনের মাঝে তিনজনের হৃদকম্পন এবং রক্তচাপের মাঝে কিছু পরিবর্তন দেখা যায়। তাদের শরীরের সম্পূর্ণ চালনাশক্তি বন্ধ হয়ে যায়। একজন মানুষকে ‘ক্লিনিক্যালি ডেড’ বলা হয়, যখন তার মাঝে কোন রেসপন্স দেখা যায় না বা রক্তচাপের কোনরকম পরিবর্তন দেখা না যায়।

কিন্তু চতুর্থ ব্যাক্তির মাঝে পরিবর্তন দেখা গেছে। তার মৃত্যুর পরও ১০ মিনিট পর্যন্ত মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক ছিল। তার মস্তিষ্ক তখনও কাজ করছিল। প্রায় ১০ মিনিট পর্যন্ত তার মস্তিষ্কের কার্যক্রম স্বাভাবিক ছিল।

ক্যানাডিয়ান জার্নাল অফ নিউরোলজিক্যাল সাইন্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করার পরও তার মস্তিষ্কের কিছু নিউরনে জীবনীশক্তি ছিল।

মাসাবেল ডট কম নামের এক ওয়েবসাইটে আরও বলা হয়, চিকিৎসকেরা বুঝে উঠতে পারছিলেন না, তার সাথে আসলে কি হচ্ছিল। তারা বারবার মেশিনে এরর চেক করেছেন, কিন্তু কোন ভুল ত্রুটি খুঁজে বের করা সম্ভব হয়নি।

এই গবেষণার মাধ্যমে তারা দেখতে চেয়েছিল যে, লাইফ সাপোর্টে রাখার পরও মানুষের শরীরের অংশ ডোনেট করা সম্ভব কিনা। কিন্তু নতুন এই পরিবর্তন দেখা তারা জানিয়েছেন, এই বিষয়ে জানতে আরও সময়ের প্রয়োজন। তারা এই বিষয়ে আরও বেশি গবেষণা করবেন।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.