আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ মার্চ ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

আইএসের নামে জামায়াত জঙ্গি হামলা করছে: নৌমন্ত্রী

shahajahan khanশেয়ারবাজার ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী বলেন, জামায়াত ইসলাম তাদের চরিত্রকে আড়াল করার জন্য আইএসের নাম ব্যবহার করছে। কিন্তু বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্বই নেই। আজ বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পিটিআইতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী শাজাহান খান বলেন, আইএসের আক্রমণ ও হত্যার চরিত্র হলো- তারা গুলি করে মানুষ হত্যা করে। আর আমাদের দেশে যারা মানুষ হত্যা করছে তার কুপিয়ে হত্যা করছে। এতে প্রমাণ হয় দেশে আইএসের নামে যারা জঙ্গি হামলা চালায় তারা হলো জামায়াতে ইসলামী।

এ সময় তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী খুনির দল, তাই তারা খুনকেই পছন্দ করে। সে কারণেই জঙ্গিদের দিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুৎ করার চেষ্টা করেছিল। সেটাতে তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করবে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পিটিআইয়ের সুপার ইনটেনডেন্ট মহাদেব ব্যানার্জী, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খালেদ মোহাম্মদ জাকি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ আরও অনেকেই।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.