আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ মার্চ ২০১৭, শুক্রবার |

kidarkar

ডিএসইর ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

AGM Press Releaseশেয়ারবাজার ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ ২০১৫-১৬ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা ডিএসই বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

২৩ মার্চ ডিএসইর ৫৫তম এজিএম মাল্টিপারপাস হল, ডিএসই টাওয়ার, লেভেল-১২, নিকুঞ্জ ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম।

শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় ২০১৬ সালের ৩০শে জুন তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির পরিচালকমন্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, বিবেচনা ও সর্বসম্মতিভাবে অনুমোদিত হয়েছে।

২১ মার্চ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ নির্বাচন-২০১৭ এর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মাধ্যমে বোর্ডে নতুন পরিচালক অন্তর্ভুক্ত করা হয়। সভায় ডিএসইর পরিচালনা পর্ষদ থেকে এ বছর অবসর প্রাপ্ত ২(দুই) জন পরিচালক জনাব মোহাম্মদ শাহজাহান এবং খাজা গোলাম রসূলের জায়গায় স্থলাভিষিক্ত হন জনাব মোঃ হানিফ ভূঁইয়া এবং জনাব শরীফ আতাউর রহমান।

এছাড়া সভায় ডিএসই টাওয়ার প্রজেক্ট, নতুন প্রোডাক্টসহ শেয়ারহোরল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাব কে. এ. এম. মাজেদুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন মোঃ রকিবুর রহমান, আহসানুল ইসলাম টিটু, আহমেদ রশিদ লালি, এ এস শাহুদুল হক বুলবুল, মোস্তাক আহমেদ সাদেক, মিনহাজ মান্নান ইমন, এম, মোয়াজ্জেম হোসেন, ডাঃ মোঃ জহিরুল ইসলাম, এ জেড এম নাজিম উদ্দিন, এম রাজিব আহসান, খুজিস্তা নূর ই নাহরিন প্রমুখ।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.