আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মার্চ ২০১৭, শনিবার |

kidarkar

আগামী মাসেই জাতীয় পার্টির জোট ঘোষণা: মহাসচিব

Ruhol Aminশেয়ারবাজার ডেস্ক: জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জোট করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। এ নিয়ে হেফাজতে ইসলামসহ কমপক্ষে ২৫টি দলের সঙ্গে আলোচনা চলছে। আগামী মাসের যেকোনো সময় এই জোট ঘোষণা করা হবে।

আজ শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব এসব কথা বলেন।

রুহুল আমিন হাওলাদার দাবি করেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি আমাদের দল কখনই গ্রহণ করেনি। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন একটা চলমান প্রক্রিয়া, এটা সব সরকারের সময়েই আছে।’ তিনি আরো বলেন, ‘আমরা একটা বিষয় গভীরভাবে অবলোকন করছি, একটি জনবহুল দেশে এ ধরনের ঘটনা সংঘটিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে, নাগরিক বা দলের পক্ষ থেকে আমরা বলব সরকার যেন এ ব্যাপারে সর্বাত্মক সচেতন থাকে।’

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.