আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ মার্চ ২০১৭, বুধবার |

kidarkar

পাকিস্তানি সামরিক বাহিনীর ১৯৫ সদস্যকে ফেরত চাইবে বাংলাদেশ

anisul Hukশেয়ারবাজার ডেস্ক: ‘১৯৭১ সালে যে ১৯৫ জন পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্য যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের দেশে এনে বিচারের জন্য ফেরত চাইবে বাংলাদেশ। ‘ গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ইস্কাটনে আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিজ) মিলনায়তনে এক সেমিনারে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তিতে বলা হয়, ১৯৫ সামারিক বাহিনীর সদস্যকে পাকিস্তানে বিচার করা হবে। এ জন্য তাদের পাকিস্তানে পাঠানো হয়। কিন্তু তাদের বিচার করা হয়নি। ফলে এ চুক্তি লঙ্ঘিত হয়েছে। সেজন্য বাংলাদেশ ওই ১৯৫ জনের বিচার করতে চায়। ‘

তিনি আরও বলেন, ‘আমরা জানি ১৯৫ জনের অনেকেই বেঁচে নেই। কিন্তু যারা জীবিত আছে তাদের ফেরত চাই। এ জন্য আমরা চেষ্টা করব। ‘

আনিসুল হক বলেন, ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থানীয় মানবতাবিরোধীদের বিচার করার পরে তারা এই ১৯৫ জনের যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত করে দেখছে। ‘

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.