আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ এপ্রিল ২০১৭, রবিবার |

kidarkar

মুদ্রা বাণিজ্যে পুঁজিবাজারের ৬ ব্যাংকের মুনাফা ৮১২ কোটি টাকা

bankশেয়ারবাজার রিপোর্ট: বৈদেশিক মুদ্রা বাণিজ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় ব্যাংকের মোট মুনাফা হয়েছে ৮১২ কোটি টাকা।

এ খাত থেকে ২০১৬ সালে ব্যাংকগুলোর মোট মুনাফা এসেছে ৩ হাজার ১৭৬ কোটি টাকা। ২০১৫ সালে মুনাফা ছিল ৩ হাজার ৪৭৬ কোটি টাকা।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ২০১৬ সালে মার্কিন ডলারের দাম স্থিতিশীল ছিল। তবে ইউরোর দামে কিছুটা উত্থান-পতন দেখা গেছে। বাংলাদেশে সব ধরনের আমদানি-রপ্তানি হিসাব ডলারে হওয়ায় ব্যাংকগুলো বড় কোনো সমস্যায় পড়েনি। তবে যেসব ব্যাংক ইউরো ধরে রেখেছিল, তাদের অনেকেই কিছুটা লোকসান গুনেছে। এরপরও বছর শেষে ভালো ব্যবসা হয়েছে ব্যাংকগুলোর।

তারা আরো জানায়, ঋণপত্র খোলার সময় ডলারের একটা নির্দিষ্ট দাম ধরা হয়। বিল পরিশোধের সময় ডলারের দামে উত্থান-পতন হলে ব্যাংকের মুনাফা বা ক্ষতিতে যুক্ত হয়। এ ছাড়া রপ্তানি আয়ের সময়ও ব্যাংকের কিছু মুনাফা হয়। পাশাপাশি প্রতিটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রাও জমা থাকে। বছর শেষে এর মুনাফা বা লোকসান হিসাবে যুক্ত হয়।

বৈদেশিক মুদ্রা বাণিজ্যে পুঁজিবাজারের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে ইসলামি ব্যাংক। তাদের মুনাফা ২৪৮ কোটি টাকা। এর পরে রয়েছে রূপালী ব্যাংক ১৪৮ কোটি টাকা, আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক ৯৫ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক ৯৫ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক ১১৩ কোটি টাকা এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক বৈদেশিক মুদ্রা বাণিজ্যে ১১৩ কোটি টাকা মুনাফা করেছে।

তবে এ খাতে মুনাফায় শীর্ষে রয়েছে জনতা ব্যাংক। তাদের মুনাফা ৩৩৬ কোটি টাকা।

আমদানি রপ্তানি এবং রেমিট্যান্সে এসব ব্যাংকের অবদান বেশি। তাই মুদ্রা বাণিজ্যে তাদের মুনাফাও বেশি।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.