আজ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ইং, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ এপ্রিল ২০১৭, রবিবার |

kidarkar

শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৪৬ হাজার কোটি টাকা

dse-newশেয়ারবাজার রিপোর্ট:  ফেব্রুয়ারি শেষে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯৬ কোম্পানির বাজার মূলধন তিন লাখ সাত হাজার ২৭৬ কোটি টাকা। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ ৪৬ হাজার ১৬৮ কোটি টাকা। অন্যদিকে এসব কোম্পানির মোট পরিশোধিত মূলধন ছিল ৫৪ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ ১০ হাজার ২৭৭ কোটি টাকা।

ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সামান্য বেড়েছে। পরিশোধিত মূলধনের হিসাবে গত ফেব্রুয়ারি শেষে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল মোটের ১৮ দশমিক ৮৪ শতাংশ। জানুয়ারি মাসের তুলনায় বেড়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ। এ ছাড়া বাজার মূলধনের হিসাবে শূন্য দশমিক ৯ শতাংশ বিনিয়োগ বেড়ে ১৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর তালিকাভুক্ত ২৯৬ কোম্পানিতে শেয়ার ধারণের হিসাব পর্যালোচনায় এ তথ্য মিলেছে।

গত ফেব্রুয়ারি শেষে মোট ২৮৮ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল। ৫ শতাংশের কম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭ কোম্পানিতে। মাত্র আটটিতে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেই। এগুলো হলো: নদার্ন জুট, বিডি সার্ভিসেস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ফ্যামিলিটেক্স, মেঘনা সিমেন্ট ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।

গত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে এসে নূ্ন্যতম ১ শতাংশ প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বেড়েছে ৬৬ কোম্পানিতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, তবে তা ১ শতাংশের কম এমন কোম্পানির সংখ্যা ৬৯টি। বিপরীতে ৯৯ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। এর মধ্যে ১ শতাংশের ওপর শেয়ার ধারণ কমেছে ৪২টিতে।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এক মাসের ব্যবধানে প্রায় ৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে। বীমা কোম্পানিটিতে ফেব্রুয়ারি শেষে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ শতাংশ।

এ ছাড়া বিআইএফসিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সাড়ে ২১ শতাংশ বেড়ে ৪২ দশমিক ৩০ শতাংশে, সালভো কেমিক্যালে প্রায় ১৬ শতাংশ বেড়ে সাড়ে ২৬ শতাংশে, ইউনাইটেড এয়ারওয়েজে সাড়ে ১২ শতাংশ বেড়ে প্রায় ৩০ শতাংশে এবং জিএসপি ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ সোয়া ১১ শতাংশ বেড়ে প্রায় সাড়ে ১৮ শতাংশে উন্নীত হয়েছে।

শুধু ফেব্রুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৫ থেকে সোয়া ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে ন্যাশনাল ফিড মিল, ফারইস্ট ফাইন্যান্স, আলহাজ টেক্সটাইল, আরএন স্পিনিং, সিএমসি কামাল টেক্সটাইল, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, আরএসআরএম স্টিল, বিডি কম্পিউটার্স ও ন্যাশনাল টিউবসে।

বিপরীতে সোয়া ১৬ শতাংশেরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে স্টাইল ক্র্যাফটে। কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৭ শতাংশ। সাড়ে ১০ শতাংশ কমে ড্রাগন সোয়েটারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সোয়া ২১ শতাংশ, মোজাফফর হোসেইন স্পিনিংয়ে প্রায় ২০ শতাংশ ও কনফিডেন্সে প্রায় সাড়ে ২৫ শতাংশে নেমেছে। প্রায় ১০ শতাংশ শেয়ার ধারণ কমে ইয়াকিন পলিমারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেমেছে সোয়া ১৭ শতাংশে।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.