আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ এপ্রিল ২০১৭, সোমবার |

kidarkar

মার্চে ৭১১ কোটি টাকার শেয়ার কিনেছেন বিদেশিরা

dseশেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগকারীদের (বিদেশী ও প্রবাসী) ৪৫৯ কোটি ৩১ লাখ টাকার বা ৭৩ শতাংশ আর্থিক লেনদেন বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে এই লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মার্চ মাসে ডিএসইতে বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ১ হাজার ৯২ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন করেছেন। যার পরিমাণ ফেব্রুয়ারি মাসে ছিল ৬৩২ কোটি ৮৯ লাখ টাকার। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৩ শতাংশ।

এদিকে মার্চ মাসে বিক্রয়ের চেয়ে ৩৩০ কোটি টাকার ক্রয়ের পরিমাণ বেশি হয়েছে। এ সময় বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ৭১১ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় এবং ৩৮১ কোটি ১০ লাখ টাকার বিক্রয় করেছেন।

অন্যদিকে ফেব্রুয়ারি মাসেও বিক্রয়ের চেয়ে ২৩৮ কোটি ৪৬ লাখ টাকার ক্রয়ের পরিমাণ বেশি ছিল। এ সময় বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ৪৩৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট ক্রয় এবং ১৯৭ কোটি ২২ লাখ টাকার বিক্রয় করেছিলেন।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.