আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ এপ্রিল ২০১৫, সোমবার |

kidarkar

কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বন্টন করেছে বিএসইসি

BSECশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১০ কর্মকর্তার দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। সোমবার বিএসইসির উপ-পরিচালক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত দায়িত্ব পুনর্বন্টন সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জারিকৃত আদেশ বলা হয়, বিএসইসির পরিচালক রেজাউল করিমকে ক্যাপিটাল ইস্যু এবং ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট (সিএমএমআরসি) থেকে শুধুমাত্র ক্যাপিটাল ইস্যু ডিপার্টমেন্টে, পরিচালক শফিউল আজমকে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমেডিয়ারিস (এসআরআই) ডিপার্টমেন্টে, পরিচালক জাহাঙ্গীর আলমকে সার্ভিল্যান্স ডিপার্টমেন্ট থেকে রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে, পরিচালক প্রদীপ কুমার বসাককে ক্যাপিটাল ইস্যু ডিপার্টমেন্ট থেকে কর্পোরেট ফাইন্যান্স এবং ক্যাপিটাল ইস্যু (রাইট ইস্যু অতিরিক্ত দায়িত্ব) ডিপার্টমেন্টে, পরিচালক আবুল কালামকে কর্পোরেট ফাইন্যান্স এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, পরিচালক শেখ মাহবুবুর রহমানকে এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে সার্ভিল্যান্স ডিপার্টমেন্টে, পরিচালক মাহমুদুল হককে এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে মিউচুয়াল ফান্ড এবং স্পেশাল পারপাস ভিহেকল (এসপিভি) ডিপার্টমেন্টে, উপ-পরিচালক মোল্লা মো. মিরাসুজ সুন্নাহকে কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টম্যান্ট এবং অতিরিক্তি দায়িত্ব হিসাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, উপ-পরিচালক এমদাদুল হককে মিউচ্যুয়াল ফান্ড এবং স্পেশাল পারপাস ভিহেকল (এসপিভি) থেকে সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পনিজ ডিপার্টমেন্টে এবং সহকারি পরিচালক আসিফ ইকবালকে সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পনিজ  (এসআরএমআইসি) ডিপার্টমেন্ট থেকে এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে।

নিয়মিত কর্মকান্ডের অংশ হিসাবে কর্মকর্তাদের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.