আজ: বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ইং, ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ এপ্রিল ২০১৭, শনিবার |

kidarkar

চলতি মাসে বিদেশীরা সবচেয়ে বেশি কোন শেয়ার কিনেছেন আর বিক্রি করেছেন দেখে নিন

dse-newশেয়ারবাজার রিপোর্ট: চলতি মাসের (এপ্রিল) প্রথম সপ্তাহে (২ এপ্রিল থেকে ৬ এপ্রিল ) বিদেশী ও প্রবাসী বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫১টি কোম্পানির শেয়ার লেনদেন করেছেন। সপ্তাহজুড়ে তারা মোট ৩ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৯৮৪টি শেয়ার ২৭৯ কোটি ৪৩ লাখ ১১ হাজার টাকায় লেনদেন করেছেন। এর মধ্যে বিদেশীরা ১৩২ কোটি ৫৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার কিনেছেন এবং ১৪৬ কোটি ৮৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার বিক্রি বরেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিদেশীরা সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছেন এমন কোম্পানির মধ্যে শীর্ষে রয়েছে সিঙ্গার বিডি। আলোচিত সময়ে কোম্পানিটির এক বিদেশী উদ্যোক্তা ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করেছেন। আর এ কারনে ৪৭ লাখ ৬৭ হাজার ৭১৬টি শেয়ার ৮৭ কোটি ৮ লাখ ২৭ হাজার টাকায় লেনদেন করে কোম্পানিটি শীর্ষে অবস্থান করছে। পরবর্তী স্থানে থাকা কোম্পানিগুলোর মধ্যে স্কয়্যার ফার্মার ১৫ লাখ ৫৫ হাজার ৯১৭টি শেয়ার ৪৪ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার টাকায়, ব্র্যাক ব্যাংকের ৩৮ লাখ ৯০ হাজার ৮৯৭টি শেয়ার ৩৬ কোটি ২৩ লাখ ১১ হাজার টাকায়, গ্রামীণ ফোনের ৯ লাখ ৯৭ হাজার ৩১৯টি শেয়ার ৩৪ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৮ লাখ ১৪ হাজার ৬৮০টি শেয়ার ২৩ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকায় এবং বেক্সিমকো ফার্মার ১১ লাখ ৯৩ হাজার ৪০৭টি শেয়ার ১৩ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার টাকায় লেনদেন হয়েছে।

এদিকে আলোচিত সময়ে বিদেশীরা সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের শেয়ার কিনেছেন। তারা কোম্পানিটির মোট ৯ লাখ ৯৭ হাজার ৩১৯টি শেয়ার কিনেছেন। বাজার দরে যার মূল্য ৩৪ কোটি ৭০ লাখ ২৮ হাজার টাকা। এরপর রয়েছে স্কয়্যার ফার্মা। কোম্পানিটির ১১ লাখ ৩৮ হাজার ৬২৪টি শেয়ার ৩০ কোটি ৫১ লাখ ৯৯ হাজার টাকায় কিনেছেন বিদেশীরা।  পরবর্তী কোম্পানিগুলোর মধ্যে বিদেশীরা মার্কেন্টাইল ব্যাংকের ২৮ লাখ ৭০ হাজার ৮০৩টি শেয়ার ৪ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকায়, সাউথইস্ট ব্যাংকের ২২ লাখ ২৩ হাজার ৬২৮টি শেয়ার ৪ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকায়, একমি ল্যাবের ৮০ হাজার ১৪৮টি শেয়ার ৯২ লাখ ৫৯ হাজার টাকায়, আইডিএলসি’র ৩ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার, ওয়ান ব্যাংকের ৩ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার, ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার, এনভয় টেক্সটাইলের ৭৬ লাখ টাকার শেয়ার, উত্তরা ব্যাংকের ১ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার, বেক্সিমকো ফার্মার ৫ কোটি ৫৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার, বিবিএসের ১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার, এক্সিম ব্যাকের ২০ লাখ শেয়ার ২ কোটি ৭৮ লাখ ৪১ হাজার টাকায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০ লাখ শেয়ার ১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকায়, ইসলামী ব্যাংকের ৪ লাখ ২৬ হাজার ৩০৫টি শেয়ার ১ কোটি ৪৮ লাখ টাকায়, যমুনা অয়েলের ২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার, মেঘনা পেট্রোলিয়ামের ১ কোটি ৪৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার, অরিয়ন ফার্মার ১ কোটি ২৫ লাখ ৯২ হাজার টাকার শেয়ার, পদ্মা অয়েলের ৪ কোটি ১১ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার, এসআইবিএলের ১ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার, তিতার গ্যাসের ৪ কোটি ৫৯ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার, প্রিমিয়ার ব্যাংকের ৯২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার এবং ডেল্টা ব্র্যাক হাউজিং এর ৭২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার কিনেছেন বিদেশীরা।

অপরদিকে বিদেশীরা সবচেয়ে বেশি বিক্রি করেছেন ব্র্যাক ব্যাংকের শেয়ার। ব্যাংকটির ৩১ কোটি ৮২ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশীরা। এরপরই রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির ২০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশীরা। পরবর্তী কোম্পানিগুলোর মধ্যে স্কয়্যার ফার্মার ১৪ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার, আইডিএলসি’র ৪ কোটি ৭২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার, আরএসআরএমের ২ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার, সিটি ব্যাংকের ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার শেয়ার, বেক্সিমকো ফার্মার ৮ কোটি ৪৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার, বিডি থাই এর ৩ কোটি ৯১ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার, বিএসআরএম স্টিলের ২ কোটি ১৯ লাখ ৩২ হাজার টাকার শেয়ার, হাইডেলবার্গ সিমেন্টের ১ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার, এমআই সিমেন্টের ১ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার, পাওয়ারগ্রীডের ১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার রিজেন্ট টেক্সটাইলের ১ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার, শাশা ডেনিমসের ২ কোটি ৩৭ লাখ ২৫ হাজার টাকার শেয়ার, ইবনে সিনার ২ কোটি ২৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার এবং বাটা শুর ১ কোটি ৪০ লাখ ১১ হাজার টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশীরা।

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.