আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ এপ্রিল ২০১৭, রবিবার |

kidarkar

আইএফআইসি ব্যাংকের লেনদেন স্থগিত

IFIC copyশেয়ারবাজার ডেস্ক: আগামীকাল লেনদেন স্থগিত রাখবে পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামীকাল ১৭ এপ্রিল ব্যাংকটির রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত রেকর্ড ডেট। আর  এ কারণে আগামীকাল লেনদেন বন্ধ রাখবে ব্যাংকটির কর্তৃপক্ষ।

আগামী ১৮ এপ্রিল থেকে যথাযথ নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে এ কোম্পানির শেয়ার লেনদেন।

উল্লেখ্য, আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের জন্য আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা ছিল আগামী ৩১ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ১২ এপ্রিল। কিন্তু গত ১১ এপ্রিল আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের আবেদন ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। রাইট শেয়ার ইস্যু নিয়ে হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার কারণে রেকর্ড ডেট বাতিল করেছে কোম্পানিটি। পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজে আপিল করে কোম্পানিটি। এরপরেই ১২ এপ্রিল রাইট শেয়ার নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছে চেম্বার জজ। পরে কোম্পানিটি ওইদিনই তাদের নতুন রেকর্ড ডেট নির্ধারণ করে।

এর আগে বিএসইসির ৬০০তম সভায় আইএফআইসি ব্যাংকের ১:১ ভিত্তিতে (বিদ্যমান ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে।

জানা যায়, এ রাইট শেয়ারের মাধ্যমে আইএফআইসি ব্যাংক ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি সাধারণ শেয়ার ছাড়বে। যার প্রতিটি ১০ টাকা মূল্যে বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে ইস্যুর মাধ্যমে পুঁজি উত্তোলন করবে। এর মাধ্যমে কোম্পানিটি মোট ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা বাজার থেকে পুঁজি সংগ্রহ করবে। এ টাকা উত্তোলন করে কোম্পানি তার মূলধনের পর্যাপ্ততা এবং ব্যাসেল-৩ এর আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্ধ-বার্ষিক আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪.৩৮ টাকা এবং শেয়ার প্রতি আয় ১.৬১ টাকা। এ রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.