আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৭ এপ্রিল ২০১৭, সোমবার |

kidarkar

কারসাজির কবলে রিজেন্ট টেক্সটাইল

regent share price Graphশেয়ারবাজার রিপোর্ট: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে কারসাজির অভিয়োগ উঠেছে। দেখা গেছে, গত ২ সপ্তাহ অর্থাৎ ১২ কার্যদিবস ধরেই টানা বাড়ছে এ কোম্পানির শেয়ার দর। এ সময় কোম্পানির শেয়ার দর ২০.৯০ টাকা থেকে ৩৬.৩০ টাকায় উঠে গেছে। অর্থাৎ গত ১২ কার্যদিবসে কোম্পানির শেয়ার দর  বেড়েছে ১৫.৪০ টাকা বা ৭৩.৬৮ শতাংশ।

ডিএসই তথ্যানুযায়ী, গত ২৯ এপ্রিল কোম্পানির শেয়ার দর ২০.৯০ টাকায় লেনদেন করলেও দুই সপ্তাহে অর্থাৎ ১৬ এপ্রিল টানা বেড়ে কোম্পনির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৬.৩০ টাকায়। সে হিসেবে কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৫.৪০ টাকা বা ৭৩.৬৮ শতাংশ।

এদিকে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ খতিয়ে দেখতে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) থেকে দু’বার কোম্পানিকে চিঠি দিয়ে শো্কজ করা হয়। চিঠির পরিবর্তে কোম্পানি বলছে শেয়ার দর বাড়ার পেছনে তাদের কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। কিন্তু শোকজের পরেও দেখা গেছে কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে।

এ বিষয়ে জানতে কোম্পানি সচিব এম.আর.এইচ সিকদারের সাথে কথা বললে তিনি শেয়ারবাজারনিউজ ডটকমকে জানান, আসলে কোম্পানির শেয়ার দর কেন বাড়ছে তা আমরা নিজেরাও বলতে পারছি না। ডিএসইও আমাদের কাছে দু্ইবার চিঠি পাঠিয়েছে দর বাড়ার কারণ নিয়ে। তাদেরও আমরা বলেছি দর বাড়ার পিছনে কোন প্রকার মূল্য সংবেদনশীল তথ্য নেই।

কোম্পানি নতুন কোন উৎপাদনের যাচ্ছে কিনা এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা বর্তমানে কোন নতুন উৎপাদনে যাচ্ছি না। কোম্পানি যদি নতুন কোন উৎপাদনের যায় তা অবশ্যই স্টক একচেঞ্জে ও নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়ে শুরু করবে। কারণ বর্তমান শেয়ারবাজার অনেক নিয়ম-কানুন হয়েছে। এতে কারসাজি করার কোন পথ নেই।

অন্যদিকে, কোম্পানিটি সম্প্রতি দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর তাতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে সাড়ে ২৩ শতাংশ।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে কোম্পনির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা। যা এর আগের বছর একই সময় ছিলো ০.৩৯ টাকা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.১২ টাকা বা ২৩.৫২ শতাংশ।

এদিকে কোম্পানিটি শেয়ার দর গতকাল বেড়ে টপটেন গেইনারের তালিকায়ও উঠে এসেছে। এ সপ্তাহের প্রথম কার্যদিবসে রিজেন্ট টেক্সাটলের শেয়ার দর বেড়েছে ৬.৪৫ শতাংশ। সারাদিন কোম্পানির শেয়ার দর ৩৩.৫০ টাকা থেকে ৩৬.৯০ টাকায় উঠানামা করে সর্বশেষ ৩৬.৩০ টাকায় লেনদেন হয়। আজ কোম্পানির ৩৯ লাখ ৪৫ হাজার ৭২৬টি শেয়ার ২ হাজার ৯৪৪ বার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ১৩ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার টাকা।

“এ” ক্যাটাগরির এ কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মুলধন ১৫০ কোটি টাকা ও পরিশোধিত মুলধন  রয়েছে ১১৫ কোটি ৫০ লাখ টাকা। এর রিজার্ভের পরিমাণ রয়েছে ১৫৭ কোটি ৪৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ১১ কোটি ৫৫ লাখ শেয়ারের মধ্যে পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫৪.৫৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯.৯৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৫.৫১ শতাংশ শেয়ার।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.