আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ এপ্রিল ২০১৭, মঙ্গলবার |

kidarkar

শেষ মুহুর্তে দুই কোম্পানি হল্টেড

Holted হল্টেডশেয়ারবাজার রিপোর্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক ও লেনদেন ঊর্ধ্বমূখী। এদিন বীমা খাতের দুই কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর সবচেয়ে বেশী বেড়েছে। দিনভর এ লেনদেন হলেও শেষ মুহুর্তে বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে এ দুই কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ অগ্রণী ইন্স্যুরেন্সের ১৮ হাজার ৩০০টি শেয়ার কেনার আবেদন থাকলেও কোন বিক্রেতা ছিল না। আর এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ১৮.৩০ টাকা থেকে ৯.৮৪ শতাংশ বেড়ে সর্বশেষ ২০.১০ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ২ হাজার ৫৬৭টি শেয়ার ৫১ হাজার টাকায় লেনদেন হয়েছে।

অপরদিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২১ হাজার ৪৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও কোন বিক্রেতা ছিল না। আর এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ১৮.৪০ টাকা থেকে ৯.৭৮ শতাংশ বেড়ে সর্বশেষ ২০.২০ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৪৯ হাজার ৫৪০টি শেয়ার ৯ লাখ ৮১ হাজার টাকায় লেনদেন হয়েছে।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.