আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ এপ্রিল ২০১৭, বুধবার |

kidarkar

১১ খাতের ক্রয় প্রেসারে সূচক ও লেনদেনে গতি

bazarশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এইদিন শুরুতে উত্থান-পতন থাকলেও ৪০ মিনিট পর ১১ খাতের ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক। খাতগুলো হলো: ব্যাংক, সিরামিক, আর্থিক, প্রকৌশল, খাদ্য ও আনুষাঙ্গিক, বীমা, আইটি, চামড়া, ওষুধ ও রসায়ন, সেবা ও আবাসন এবং বস্ত্র খাত। বুধবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরে। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৭৭ কোটি টাকা।

এ প্রসঙ্গে একাধিক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, লেনদেনের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির ঝোক থাকলেও ৪০ মিনিট পর ১১ খাতের কোম্পানির শেয়ার ক্রয়ে আগ্রহ দেখা যায়। এর কারণে বাজারে ক্রয় প্রেসার বেড়ে যায়। পরিণতিতে সূচকের উত্থান ঘটে।

এ বিষয়ে বিএসইসি সূত্রে জানা যায়, সূচকের টানা পতন ঠেকাতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের বিভিন্ন দিগনির্দেশনা দেওয়া হয়েছে। আর তারা সেভাবে কাজ করছে। এছাড়া রাষ্ট্রায়ত্ত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি সূচকের পতন ঠেকাতে সক্রিয় ভূমিকা পালন করছে। গতকালের ধারাবাহিকতায় আজও তারা শেয়ার কিনেছে বেশি বিক্রি করেছে কম। আর সকলকে এগিয়ে আসতেও উৎসাহিত করা হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরছে। পাশাপাশি লেনদেনের গতি বাড়ছে।

বুধবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০১টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৬৭৭ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা।

এর আগের কার্যদিবস অর্থাৎ মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৪৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৬ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৫০০ কোটি ৩৮ লাখ ৭১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১৭৭ লাখ ৪১ লাখ ৯৯ হাজার টাকা।

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্রড ইনডেক্স ১০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৩৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/মু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.