আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ এপ্রিল ২০১৫, বৃহস্পতিবার |

kidarkar

প্রথম হজ ফ্লাইট ১৬ আগস্ট

imagesশেয়ারবাজার রিপোর্ট: এ বছর প্রথম হজ ফ্লাইট ১৬ আগস্ট এবং ফিরতি হজ ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হবে। বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রাশেদ খান মেনন বলেন, ‘এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে অংশগ্রহণ করবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজ পালন করতে পারবেন। সরকার গত ৫ মার্চ সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সই করে।’

মন্ত্রী বলেন, ‘চলতি বছর নিজস্ব ৩টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর-এর মাধ্যমে বাংলাদেশ সরকার  ৫১ হাজার হজযাত্রী পরিবহণ করবে। বাকি অর্ধেক পরিবহণ করবে সৌদি সরকার। বোয়িং ৭৭৭-৩০০ ইআর-এর আসন সংখ্যা ৪১৯ ও প্রতিটি ফ্লাইটের জন্য ৩৭টি স্লট হিসেবে এ যাত্রী পরিবহণ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।’

তিনি বলেন, ‘গত বছরে বিভিন্ন হজ এজেন্সির অনিয়মের কারণে শুরুতে হজে যেতে না পারা ৪০০ জন হজযাত্রীকে সরকারি ভাবে হজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এজন্য সরকার সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে ৪ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে।’

আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) চাঁদ দেখা সাপেক্ষে  পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই হজ যাত্রীরা নিবন্ধনের কাজ শেষ করেছেন।

শেয়ারবাজারনিউজ/তু

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.