আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ মে ২০১৭, রবিবার |

kidarkar

মন্দা বাজারে ক্রেতা সঙ্কট: দুই কোম্পানি হল্টেড

Holted হল্টেডশেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। আর এ পতনের চাপ সবচেয়ে বেশি সহ্য করছে এক্সিম ব্যাংক এবং ফাইস্ট ফাইন্যান্স।

কারণ প্রতিষ্ঠান দুটির বিপুল শেয়ার বিক্রেতা থাকলেও কোন ক্রেতা নেই। তাই আজ কোম্পানিটি দুটির শেয়ার হল্টেড হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এক্সিম ব্যাংকের বিক্রেতার ঘরে মোট ৬৮ লাখ ৭৪ হাজার ৮৫৬টি শেয়ার বিক্রির আবেদন রয়েছে। কিন্তু কোন ক্রেতা নেই। পাশাপাশি আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৫৬ শতাংশ কমে লেনদেন হচ্ছে। আজ কোম্পানিটির শেয়ার দর ১২.৩০ থেকে ১২.৬০ টাকায় উঠা নামা করেছে। এখন পর্যন্ত কোম্পানিটির ৬ লাখ ২৪ হাজার ৬২৭ টি শেয়ার ২১৯বার হাতবদল হয়েছে। যার বাজার দর ৭৬ লাখ ৮৬ হাজার টাকা।

এছাড়া ফারইস্ট ফাইন্যান্সের বিক্রেতার ঘরে মোট ৮০ লাখ ৪৫ হাজার ৪০৫টি শেয়ার বিক্রির আবেদন রয়েছে। কিন্তু কোন ক্রেতা নেই। পাশাপাশি আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৬৩ শতাংশ কমে লেনদেন হচ্ছে। আজ কোম্পানিটির শেয়ার দর ১২.২০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে। এখন পর্যন্ত কোম্পানিটির ৯০ হাজার ৪৮০ টি শেয়ার ৫৭ বার হাতবদল হয়েছে। যার বাজার দর ১১ লাখ টাকা।

 

শেয়ারবাজারনিউজ/আ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.