আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ মে ২০১৭, রবিবার |

kidarkar

তালেবান হামলায় আফগানিস্তানের ২০ পুলিশ নিহত

talibanattackশেয়ারবাজার ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-মধ্যাঞ্চলে তালেবানদের অতর্কিত মাহলায় পুলিশের ২০ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ কর্মকর্তা। এ সময় তালেবানদেরও বেশ কিছু সদস্য হতাহত হয়েছে।

রবিবার (২১ মে) জাবুল প্রদেশের শাহ জোই জেলায় এ হামলা চালানো হয় বলে খবর দেওয়া হয়েছে। তালেবানদের হটিয়ে দিতে একযোগে বেশ কিছু জেলায় পুলিশের অভিযান শুরুর পর এ হামলা চালানো হলো।

প্রাদেশিক গভর্নর বিসমিল্লাহ আফগানমাল বলেন, জেলার চিনো ও গুলাম রাবাত এলাকায় অভিযান চলাকালে তালেবানরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এখন পর্যন্ত আমরা ২০ পুলিশ কর্মকর্তা নিহত ও ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি। এই সংখ্যা আরও বাড়তে পারে।

পশ্চিমা সমর্থনপুষ্ট কাবুল সরকারের বিরুদ্ধে ১৬ বছর ধরে লড়াইরত তালেবান বাহিনীর বেশ কিছু সদস্যও পুলিশের প্রতিরোধের মুখে হতাহত হয়েছে বলে জানান গভর্নর।

গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সেয়াল জানান, এই রক্তক্ষয়ী সংঘাতের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য পাঠানো হয়েছে।

আফগান সংবাদমাধ্যম বলছে, প্রদেশের শাহ জোই জেলার পাশাপাশি ডাই চোপান জেলায়ও সংঘাতের খবর পাওয়া যাচ্ছিল। তবে সেখানে হতাহত বা ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.