আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মে ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

শেষদিকে সূচকের উত্থান: কমেছে বেশিভাগ কোম্পানির শেয়ার দর

023শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারের উভয় স্টক একচেঞ্জে সূচকের উত্থান হলেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অনকেটাই কমেছে। আজ বৃহস্পতিবার লেনদেন শুরুতে বিক্রয় প্রেসারে টানা কমতে থাকলেও সূচক শেষদিকে ক্রয়ের প্রেসারে উত্থানে শেষ হয়। এর ফলে টানা ৪র্থ দিনের মত উত্থানে বিরাজ করছে বাজার। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) টাকায় লেনদেন হয়েছে ৫২৩ কোটি টাকা।

বৃহস্পতিবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৪১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৫২৩ কোটি ৯১ লাখ ৯৪ হাজার টাকা।

এর আগের কার্যদিবস অর্থাৎ বৃুধবার ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ৫৪১২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১২৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ২০০৯ পয়েন্টে। ওইদিন লেনদেন হয়েছিলো ৫৪৪ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা।

এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ব্রড ইনডেক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৩২ কোটি ৯০ লাখ ৪৭ হাজার টাকা।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.