আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ মে ২০১৭, রবিবার |

kidarkar

সপ্তাহের প্রথম দিনে চমক দেখালো ইভিন্স টেক্সটাইল

evince texশেয়ারবাজার রিপোর্ট: রমজান মাসের প্রথম কার্যদিবসে (রোববার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বস্ত্র খাতের ইভিন্স টেক্সটাইল চমক দেখিয়েছে।

আজ ডিএসই-তে হঠাৎ লেনদেনের শীর্ষে উঠেছে কোম্পানিটি। এ সময় শেয়ারদরও বেড়েছে। তবে দেশের অপর এক্সচেঞ্জ সিএসই-তে লেনেদেনের শীর্ষ তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে কোম্পানিটি।

জানা যায়, আজ ডিএসই-তে কোম্পানিটির ২৫ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার টাকার ১ কোটি ১১ লাখ ২৩ হাজার ৪৩৯টি শেয়ার ২ হাজার ৮২১ বার হাত বদল করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার ৪.৪৮ শতাংশ বেড়ে সর্বশেষ ২৩.৩০ টাকায় লেনদেন হয়েছে। সমাপনি দর নির্ধারণ হয়েছে ২৩.২০ টাকা। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল কোম্পানিটির সর্বোচ্চ ২৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আইপিও আসা কোম্পানিটির লেনদেনের প্রথম দিন ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

অপরদিকে সিএসই-তে কোম্পানিটির ৩ লাখ ৩৫ হাজার ৭৯১টি শেয়ার ২৯৬ বার হাতবদল করেছে। যার মূল্য ৭৭ লাখ ৬১ হাজার টাকা।

উল্লেখ্য, ২০১৬-২০১৭ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (৯ মাস) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল। এ সময় ইপিএস হয়েছে ২.২৫ টাকা। অর্থ আইন পডিরপালনের জন্য কোম্পানিটি জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত ১৮ মাসের হিসাব নিরীক্ষা করেছে।

কোম্পানিটি অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা থেকে ৩৫০ কোটি টাকা করবে। এর জন্য আগামী ৩১ মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।

এদিকে কোম্পানিটি ২১ কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ব্যবসা সম্পসারণের কাজ শুরু করেছে। এ টাকা দিয়ে কোম্পানিটি বিভিন্ন মূলধনী যন্ত্রপাতি স্থাপন করবে। এতে কোম্পানিটির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মুনাফাও বাড়বে বলে জানিয়েছে কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, এপ্রিল মসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৪৪ শতাংশ কমেছে। এপ্রিলে কোম্পানিটির ১১.৭৮ শতাংশ শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ রয়েছে। যা মার্চ মাসে ছিল ২১.১৫ শতাংশ। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ১৪৪ কোটি টাকা।

শেয়ারবাজারনিউজ/আ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.