আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১০ জুন ২০১৭, শনিবার |

kidarkar

চলতি সপ্তাহে ১৮ কোম্পানির এজিএম

AGM_এজিএমশেয়ারবাজার রিপোর্ট: চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, রুপালী ব্যাংক, অগ্রণী ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, রিপবলিক ইন্স্যুরেন্স, লার্ফাস সুরমা সিমেন্ট, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, নর্দাণ জেনারেল ইন্স্যুরেন্স, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, সিটি ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স:  বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ১১ জুন সকাল ১০টায় স্পেক্টা কনভেশন সেন্টার, হাউজ#১৯ রোড#৭, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: আর্থিক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ১১ জুন সকাল ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, (ভেন্যু ৩: রাজদর্শন) কুড়িল বিশ্বরোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স: বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ১১ জুন সকাল সাড়ে ১০টায় ডেল্টা লাইফ টাওয়ার, প্লট#৩৭, রোড#৯০, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

রুপালী ব্যাংক: ব্যাংক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ১১ জুন সকাল ১১টায় ইন্সস্ট্রিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

অগ্রণী ইন্স্যুরেন্স: বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুন সকাল ১১টায় ইন্সস্ট্রিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৭ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

ঢাকা ব্যাংক: ব্যাংক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ জুন সকাল ১১টায় গ্র্যান্ড বল রুম, প্যানপেসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাংশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

নিটল ইন্স্যুরেন্স: বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুন সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তন, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেইট, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

প্রগতি ইন্স্যুরেন্স: বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুন সকাল সাড়ে ১০টায় বিআইএম ফাউন্ডেশন, নিউ ইস্কাটন, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুন দুুপুর ১২টায় স্পেক্টা কনভেশন সেন্টার, হাউজ#১৯ রোড#৭, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

রিপবলিক ইন্স্যুরেন্স: বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুন সকাল ১১টায় আইডিইবি ভবন, কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

লার্ফাস সুরমা সিমেন্ট: সিমেন্ট খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন সকাল ১১টায় ডেল্টা লাইফ টাওয়ার, প্লট#৩৭, রোড#৯০, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ও ৫ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স: আর্থিক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন সকাল ১১টায় ফার হোটেল অ্যান্ড রিসোর্ট, পুরানো পল্টন, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

নর্দাণ জেনারেল ইন্স্যুরেন্স: বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন সকাল ১০টায় আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: আর্থিক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন সকাল ১০টায় ফার রাওয়া কনভেনশন সেন্টার, মহাখালি, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

সিটি ব্যাংক: ব্যাংক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন সকাল ১১টায় কুরমিটোলা গ্লোব ক্যাব, ঢাকা ক্যান্টমেন্ট, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ২৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স: বিমা খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন সকাল সাড়ে ১১টায় বিসিআইসি অডিটোরিয়াম, দিলকুশা, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

ইউনিয়ন ক্যাপিটাল: আর্থিক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন সকাল ১১টায় স্পেক্টা কনভেশন সেন্টার, হাউজ#১৯ রোড#৭, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

ফার্স্ট ফাইন্যান্স: আর্থিক খাতের এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ জুন সকাল সাড়ে ১১টায় ট্রাস্ট মিলনায়তন, বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেইট, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরে ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। যা এজিএমে অনুমোদন করবেন বিনিয়োগকারীগণ।

শেয়ারবাজারনিউজ/এম.আর

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.