আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জুন ২০১৭, মঙ্গলবার |

kidarkar

ব্যাংক অ্যাকাউন্টে ট্যাক্স বাতিল হচ্ছে

parliamentশেয়ারবাজার ডেস্ক: অবশেষে নানা সমালোচনার পর ব্যাংক অ্যাকাউন্টের ওপর বাড়তি আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি আরোপ করা থেকে বিরত থাকতে যাচ্ছে সরকার। তেমনি ইঙ্গিত দিয়েছে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় তিনি বলেছেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহলে চিন্তাভাবনা চলছে। এ বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধান আসবে।  এর আগে সরকারি ও বিরোধী দলের বেশ কয়েকজন সাংসদ ব্যাংক হিসাবে বাড়তি আবগারি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আমার বিশ্বাস, আমাদের নেতৃত্ব যিনি সরকার পরিচালনা করেন, আমাদের অর্থমন্ত্রী এঁরা বোবা কালা নন। এঁরা জনগণের মধ্যে বসবাস করেন। জনসমাজে বসবাস করেন। সংসদের নেতা। এসব কথা শুনে এবং বাইরে জনগণের কথা শুনে আমার বিশ্বাস, এ বিষয়েও আমরা একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে পারব। আমরা আশ্বস্ত করছি, এ সম্পর্কে এ মুহূর্তে এ বিষয়ে সরকারের উচ্চমহলে চিন্তাভাবনা চলছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, আবগারি শুল্ক আছে ১৯৪৭ সাল থেকে। আগে কম ছিল। বেড়ে বেড়ে ৫০০ টাকা হয়েছে। এটা সব অ্যাকাউন্টে ছিল। এক হাজার টাকার একাউন্টেও ছিল। এক কোটি টাকার অ্যাকাউন্টেও ছিল। সবাই এটা দিয়ে আসছি। বরং এখন বড় অ্যাকাউন্টে ৫০০ থেকে ৮০০ টাকা করা হয়েছে। এখানেও ন্যায্যতা মূলনীতি কল্যাণ সেটা ঠিকই আছে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, সাংসদেরা যেসব প্রস্তাব দিচ্ছেন, সেগুলো অর্থ মন্ত্রণালয় গুরুত্বসহকারে বিবেচনা করবে। বাজেট যখন পাস হবে তখন প্রতিটি বিষয় আবার পর্যালোচনা করা হবে।

১৫ শতাংশ ভ্যাটের বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, ভ্যাট নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সবার প্রতি সম্মান রেখে কয়েকটি কথা বলতে চাই। ভ্যাট সারা বিশ্বে এই মুহূর্তে ১৬৯টি দেশে প্রচলিত আছে। সারা বিশ্বে এটা স্বীকৃত, বৈজ্ঞানিক। এটা সবাই গ্রহণ করেছেন। সারা বিশ্বে ভ্যাটের গড় ১৪ দশমিক শূন্য ৮। আমরা সেখানে ১৫–তে আছি। এটা নিয়ে আলোচনা চলতে পারে। কিন্তু ভ্যাটের ন্যায্যতা সাম্যতা নিয়ে প্রশ্ন নেই।’

এম এ মান্নান বলেন, ‘নিম্ন আয়ের মানুষ, ৬০-৭০ ভাগ। তাঁদের সব নিত্যপ্রয়োজনীয় জিনিস ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে। চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, লুঙ্গি, গামছা কোনো কিছু ভ্যাটের আওতায় নেই। বাসের ভাড়া, ট্রেনের ইকোনমি ক্লাস, লঞ্চের ভাড়া ভ্যাটের আওতায় নেই। তাহলে আমরা কীভাবে অকল্যাণমূলক কাজ করলাম? বৃহদাংশ মানুষের কল্যাণে এটা আমরা করলাম।’

শেয়ারবাজারনিউজ/ম.সা

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.