আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ জুন ২০১৭, বৃহস্পতিবার |

kidarkar

পজেটিভ ইপিএসে ওটিসির ২১ কোম্পানি

OTC_SharebazarNewsশেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে বর্তমানে ৬৬ কোম্পানি রয়েছে। এর মধ্যে ২১ কোম্পানির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) পজেটিভ দেখিয়েছে। কোম্পানিগুলো হলো: আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, আজাদী প্রিন্টার্স, বাংলা প্রসেস, বিডি হোটেলস, বিডি মনোষ্পুল, বেঙ্গল বিস্কুট, চিকটেক্স, এক্সেসিয়র সুজ, হিল প্লান্টেশন, হিমাদ্রি লিমিটেড, ম্যাক এন্টারপ্রাইজ, ম্যাক পেপার, পদ্মা প্রিন্টার্স, পেপার প্রসেসিং, ফনিক্স লেদার, কাশেম সিল্ক, রাসপিট, সোনালী পেপার, তমিজউদ্দিন টেক্সটাইল, ওয়ান্ডারল্যান্ড টয়েজ এবং ইউসুফ ফ্লাওয়ার লিমিটেড। ওটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে ডিমেট প্রক্রিয়ায় রয়েছে আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড,বিডি মনোষ্পুল,  হিমাদ্রি লিমিটেড, পেপার প্রসেসিং, সোনালী পেপার, তমিজউদ্দিন টেক্সটাইল এবং ওয়ান্ডারল্যান্ড টয়েজের শেয়ার ডিমেট (কাগুজে শেয়ারকে ইলেকট্রিক শেয়ারে রুপান্তর) প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে।

ওটিসি থেকে প্রাপ্ত তথ্য মতে, আলিফ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এর শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৬০ টাকা। এছাড়া আজাদী প্রিন্টার্সের ইপিএস ১২৩.৩৯ টাকা, বাংলা প্রসেসের ১.৭৯ টাকা, বিডি হোটেলসের ১২.৯৫ টাকা, বিডি মনোষ্পুল পেপারের ৫.৪৭ টাকা, বেঙ্গল বিস্কুটের ৫.৫৮ টাকা, চিকটেক্স লিমিটেডের ইপিএস হয়েছে ০.০৫ টাকা।

এছাড়া এক্সেসিয়র সুজ লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ১.১৯ টাকা। হিল প্লান্টেশনের ১৫.৭৯ টাকা, হিমাদ্রি লিমিটেডের ১.২৫ টাকা, ম্যাক এন্টারপ্রাইজের ০.১৪ টাকা, ম্যাক পেপারের ১.১৯ টাকা, পদ্মা প্রিন্টার্সের ০.১৪ টাকা , পেপার প্রসেসিংয়ের ৭.২৮ টাকা, ফনিক্স লেদারের ১১.৮৮ টাকা, কাশেম সিল্কের ১০.৮৯ টাকা, রাসপিটের ০.১২ টাকা, সোনালী পেপারের ১.৬১ টাকা, তমিজউদ্দিন টেক্সটাইলের ০.২৪ টাকা, ওয়ান্ডারল্যান্ড টয়েজের ০.০৫ টাকা এবং ইউসুফ ফ্লাওয়ার লিমিটেডের ইপিএস দাঁড়িয়েছে ২.১১ টাকা।

শেয়ারবাজারনিউজ/ম.সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.